২২ নভেম্বর, ২০২২
ছবি: বাংলাদেশ যুবদলের লোগো
জেলা বিএনপি'র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন দুলালের সাথে গোপন আঁতাত ও বৈঠক করাসহ দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ফেনীর পাঁচ যুবদল নেতাকে শোকজ করা হয়েছে।
আগামী এক সপ্তাহের মধ্যে ফেনীর পাঁচ যুবদল নেতাকে জবাব দিতে বলা হয়েছে। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি দপ্তরের দায়িত্বে নিয়োজিত সহ-সভাপতি কামারুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। শোকজ তথা কারণ দর্শানোর নোটিশপ্রাপ্ত জেলা যুবদলের পাঁচ নেতা হলেন ফেনী পৌর যুবদলের সদস্য নিজাম উদ্দিন সোহাগ, সোনাগাজী উপজেলার সদস্য সচিব ইমাম হোসেন প্রবীর, ফেনী জেলা যুবদলের সহ-সভাপতি হাবিবুল্লাহ পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক দাউদুল ইসলাম মিনার ও ফেনী সদর উপজেলা যুবদলের আহবায়ক নিজাম উদ্দিন। শোকজপ্রাপ্ত জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক দাউদুল ইসলাম মিনার বলেন, আমরা রাজপথের আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার কারণে মামলা-হামলায় জর্জরিত। একটি পক্ষ কেন্দ্রীয় নেতাদের ভুল বুঝিয়ে আমাদের শোকজ করিয়েছেন।
আগামী ২৮ নভেম্বর শোকজপ্রাপ্ত ফেনীর পাঁচ যুবদল নেতা কেন্দ্রীয় যুবদলের দপ্তরে গিয়ে আত্মপক্ষ সমর্থন করবেন এবং সব আগের ন্যায় ঠিক হয়ে যাবে বলে জানিয়েছেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক দাউদুল ইসলাম মিনার।