১৮ ডিসেম্বর, ২০২২
ছবি: উপস্থাপক হানিফ সংকেতসহ নৃত্য শিল্পীরা।
জমকালো আয়োজনে ফেনীতে অনুষ্ঠিত হলো বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি'র কিছু অংশ।
গতকাল ১৭ ডিসেম্বর (শনিবার) সন্ধ্যা সাড়ে ছয়টায় ফেনীর ঐতিহাসিক পাইলট স্কুল মাঠে ধারন করা হয় অনুষ্ঠানটি। অনুষ্ঠানটি উপভোগ করতে স্কুল মাঠে প্রায় ১০ হাজার ইত্যাদি প্রেমি অংশ নেয়। সাংবাদিক, কবি, সাহিত্যিক, শিক্ষানুরাগীসহ প্রশাসনের লোকদের উপস্হিতি ছিল লক্ষণীয়।
জানা যায়, ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, পর্যটন ও দর্শনীয় স্থানগুলোতে গিয়ে প্রখ্যাত উপস্হাপক হানিফ সংকেত ইত্যাদি'র ভিডিও ধারণ করে থাকেন। তারই ধারাবাহিকতায় ফেনী সরকারী পাইলট স্কুল মাঠকে বেঁচে নেন হানিফ সংকেত। যেকারণে ইত্যাদির কয়েকটি পর্ব ধারণের জন্য বেশ কদিন ধরেই চলছিল পুরোদমে মঞ্চ তৈরির কাজ।
অনুষ্ঠানটি উপভোগ করতে জেলার বিভিন্ন এলাকা থেকে নানান বয়সী লোকের আগমন ঘটে ফেনীতে। অনুষ্ঠান শুরুর একদিন আগেই ইত্যাদির আয়োজক কমিটি আমন্ত্রণপত্র পাঠিয়েছেন প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষকসহ পেশাজীবি মানুষেদের।