২২ ডিসেম্বর, ২০২২
ছবি: জসিম হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভে করছেন নিহত পরিবারের সদস্যবৃন্দ।
ফেনীতে খেলা দেখাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের হামলায় নিহত জসিম হত্যার প্রতিবাদে ও আসামিদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে পরিবারের স্বজনরা।
২২ ডিসেম্বর (বৃহস্পতিবার) ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ কর্মসূচি পালিত হয়। নিহত জসিমের বাবা মো. খারজি মানববন্ধনে বলেন, আমার একমাত্র সন্তানকে ছুরি মেরে হত্যা করা হয়েছে। যারা তাকে হত্যা করেছে তাদের বিরুদ্ধে মামলা করেছি। কিন্তু আজো প্রধান আসামী ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। আমি আমার সন্তান হত্যার বিচার চাই। আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
নিহত জসিমের মা রেহেনা বেগম বলেন, আমার ছেলে রিক্সার গ্যারেজে কাজ করতো। কারো সাথে তার কোন দিন ঝগড়া-বিরোধ ছিল না। ৯ তারিখ রাতে কিশোর গ্যাংয়ের সদস্যদের সিগারেট খাওয়ায় বাঁধা দেয়ায় আমার ছেলেকে খুন করা হয়েছে।
গত ৬ ডিসেম্বর রাত ২টার দিকে ফেনী শহরের পুরাতন জেল রোডে এ ঘটনা ঘটে। ওই রাতে শহরের উওর সহদেবপুর হতে বড় পর্দায় ব্রাজিল বনাম ক্রোয়েশিয়ার খেলা দেখতে এসেছিল জসিমসহ কয়েকজন যুবক। খেলার গোল উদযাপন নিয়ে মাস্টারপাড়া ও সহদেবপুরের দুই কিশোর গ্যাংয়ের সদস্যদের মধ্যে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ জের ধরে জসিমকে ছুরিকাঘাত করে প্রতিপক্ষের কিশোর গ্যাংয়ের সদস্যরা। চিকিৎসাধীন অবস্থায় গত ৯ ডিসেম্বর সকালের দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় জসিম। এ ঘটনায় নিহত জসিম উদ্দিনের পিতা আবদুল খারজি বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৬/৭ জনকে আসামী করে ফেনী মডেল থানায় মামলা করেন