২৭ নভেম্বর, ২০২২
ছবি: প্রতীকী।
ফেনীতে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের পিঠাপাশারী এলাকায় এ ঘটনা ঘটে।
আবু বক্কর নামের ২৪ বছর বয়সী ওই যুবকের বাড়ি ফেনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সৈয়দনগর এলাকায়। তিনি পাইপ ফিটিংয়ের মিস্ত্রি হিসেবে কাজ করতেন।
স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় পিঠাপাশারী এলাকায় আমিন মিয়ার দোকানসংলগ্ন জায়গায় ব্যাডমিন্টন খেলতে যান বক্কর। লাইট জ্বালানোর জন্য তিনি বিদ্যুতের সংযোগ নিতে বাঁশ দিয়ে বৈদ্যুতিক খুঁটিতে তার লাগাতে গেলে বিকট শব্দ হয়। এরপর বক্কর মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা তাকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে। এ বিষয়ে ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Good news
Good