১৯ ফেব্রুয়ারী, ২০২৩
ছবি: অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করছেন অতিথিবৃন্দ।।
ফেনীতে বিভাগীয় পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সহযোগিতায় বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে ও ফেনী জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্হাপনায় প্রতিযোগিতায় জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উওোলন শেষে রঙ-বেরঙের বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. আমিনুর রহমান এনডিসি।
আজ রোববার ১৯ ফেব্রুয়ারি সকালে ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসানের সভাপতিত্বে সিনিয়র সহকারী কমিশনার পুদম পুষ্প চাকমা ও জেলা কালচারাল অফিসার এস এস টি কামরান হাসানের যৌথ সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার জাকির হাসান, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ড. সিরাজ উদ্দিন মো. আলমগীর। ফেনী পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম স্বপন মিয়াজী।
চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার সাড়ে ৩০০ প্রতিযোগী শ্রেণীভিত্তিক চারটি গ্রুপে ১০০ মিটার, ১৫০০ মিটার, হাইজাম্প, লংজাম্প, গোলক, চাকতি ও বর্শা নিক্ষেপসহ ৩২টি ইভেন্টে খেলায় অংশগ্রহণ করে।
ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান বলেন, চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার অ্যাথলেটিকস প্রতিযোগিতার ভেন্যু হিসাবে ফেনীর ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামকে নির্বাচিত করার জন্য আমি অত্যন্ত আনন্দিত। স্কুল ও মাদ্রাসার আজকের বিজয়ী এইসব শিক্ষার্থীরা আগামীতে বাংলাদেশের হয়ে অলিম্পিক গেমস থেকে সোনা ছিনিয়ে আনবে।