৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
স্বাস্থ্য / সারাদেশ

ফেনীর রাজাঝির দিঘি পার্কে প্রকাশ্যে ধূমপান

২৫ অক্টোবর, ২০২২

কামরুল আরেফিন,
ফেনী জেলা (ফেনী) প্রতিনিধি

ছবি: পার্কের ভিতর প্রকাশ্যে ধূমপান করছেন এক যুবক

ফেনীর ঐতিহাসিক রাজাঝির দিঘিতে নির্মিত পার্কে মানা হচ্ছে না নিদের্শনা। পার্কে ফেনী পৌরসভার মেয়র কর্তৃক নিদের্শনার সাইনবোর্ড সাঁটিয়ে দেওয়া আছে। নিদের্শনার মধ্যে ধূমপান করা সম্পূর্ণ নিষিদ্ধ কিন্তু বাস্তবে এ নিদের্শনা মানা হচ্ছে না। 
সম্প্রতি  রাজাঝির দিঘি পার্ক এলাকা ঘুরে ধূমপানের আধিক্য চোখে পড়েছে। পার্কে দেখা গেছে কেউ না কেউ ধূমপান করছেন। 
পার্কের প্রবেশমুখে দেশি-বিদেশি হরেক রকমের সিগারেটের দোকান সাজিয়ে বসে আছে হকাররা। পার্কের ভিতরে স্কুল, কলেজ, সাধারন জনগণকে আয়েস করে ধূমপান করতে দেখা যায়। ধূমপানকারীদের মধ্যে স্কুল ও কলেজ পড়ুয়ার সংখ্যাই বেশি। আরো দেখা যায় স্কুল ও কলেজের পোশাক পরিধান করে পার্কের ভিতরে বসে ধূমপান করারা দৃশ্য। 
পার্কের ভেতরে ধূমপান করার ফলে পরোক্ষ ধূমপানের ফলে স্বাস্থ্যগত ক্ষতির মুখে পড়ছে পার্কে  ঘুরতে আসা শিশুসহ সকল দর্শনার্থীরা।   
আইন অনুযায়ী, জনসমাগম স্থলে বা উন্মুক্ত স্থানে ধূমপান নিষিদ্ধ। কেউ এমন স্থানে ধূমপান করলে অনধিক ৩০০ টাকা জরিমানা করার বিধান আছে। সম্প্রতি এই আইন না মানার প্রবণতা বেশি দেখা যাচ্ছে।
তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫–এর ২(চ) ধারা অনুসারে পাবলিক প্লেস বলতে শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, গ্রন্থাগার, লিফট, হাসপাতাল ও ক্লিনিক, আদালত, বিমানবন্দর, সমুদ্রবন্দর, নৌবন্দর, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল, প্রেক্ষাগৃহ, প্রদর্শনী কেন্দ্র, থিয়েটার হল, বিপণিবিতান, রেস্টুরেন্ট, পাবলিক টয়লেট, শিশুপার্ক, মেলা বা পাবলিক পরিবহনে আরোহণের জন্য যাত্রীদের অপেক্ষার জন্য নির্দিষ্ট সারি, জনসাধারণের সম্মিলিত ব্যবহারের স্থানকে বোঝায়।
ধূমপায়ীরা যে ধোঁয়া ছাড়েন, তা নিঃশ্বাসের সঙ্গে অন্যের শরীরেও ঢুকে পড়ে। এটা পরোক্ষ ধূমপান। সম্প্রতি যুক্তরাজ্যের অক্সফোর্ড থেকে প্রকাশিত নিকোটিন অ্যান্ড টোব্যাকো রিসার্চ সাময়িকীতে ”প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা পরোক্ষ ধূমপানের শিকার: ঢাকা, বাংলাদেশ” শিরোনামে প্রকাশিত এক জরিপে বলা হয়েছে, ৮৭ শতাংশ শিশু বলেছে, তারা সম্প্রতি জনপরিসরে (পাবলিক প্লেস) তথা দোকানে, রাস্তায় পরোক্ষ ধূমপানের শিকার হয়েছে। 

পার্কের ভিতরে ধূমপান থেকে বিরত থাকার জন্য পদক্ষেপ গ্রহণ করার জন্য পৌরসভার মেয়রের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন নাগরিক সমাজ।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good