৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
কৃষি ও প্রযুক্তি

ফেনী শহরতলীর মৌলভী বাজারে দুই ঘন্টার জমজমাট শাক-সবজির হাট

২২ মার্চ, ২০২৩

কামরুল আরেফিন,
ফেনী জেলা (ফেনী) প্রতিনিধি

ছবি: শাক-সবজির হাটে নিজের উৎপাদিত পণ্যের পসরা সাজিয়ে বসে আছে।

ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ২ ঘন্টা ব্যাপী শাক-সবজির হাট বসে শহরতলীর মাষ্টার পাড়ায় অবস্থিত মৌলভী বাজারে। প্রতিদিন শতভাগ ফরমালিন মুুক্ত, দেশীয় শাক-সবজি, পালিত হাঁস-মুরগী, হাঁস-মুরগীর ডিম ও খাঁটি গরুর দুধ বিক্রি চলে এ হাটে।

ভোর ৬ টা থেকে শুরু হয়ে সকাল ৮টা পর্যন্ত;২ ঘন্টা ব্যাপ্তিকালীন শাক-সবজির এই হাটে, মৌলভী বাজারের পাশ্ববর্তী গ্রামের কৃষকরা তাদের উৎপাদিত পণ্য বিক্রি করে থাকেন।

সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, হাটে সদরের আলোকদিয়া, ভালুকিয়া, সোনাপুর, রুহিতিয়া, গোহাডুয়া ও লক্ষীপুর গ্রামের কৃষক সিএনজি ও অটোরিকশা যোগে তার উৎপাদিত শাক-সবজি, নিজের গাছের দেশীয় ফল, নিজের পালিত হাঁস-মুরগী, হাঁস-মুরগীর ডিম ও গরুর শতভাগ খাঁটি দুধ নিয়ে মৌলভী বাজার হাটে যাচ্ছেন।


বিশেষ করে মাস্টার পাড়া, লমী হাজারী বাড়ী, উত্তর ও দক্ষিণ সহদেবপুর এলাকার মানুষের ভিড় থাকে হাটে। নির্দিষ্ট এলাকার ক্রেতা এবং ৬-৭ গ্রামের কৃষক বিক্রেতা যার ফলে একজন অপর জনের পরিচিত। কুশল বিনিময়ের পাশাপাশি তরতাজা শাক-সবজি বিকিকিনির  মাধ্যমে জমজমাট হয়ে ওঠে স্বল্প সময়ের মৌলভী বাজার হাট। মৌলভী বাজারের রাস্তার দু'পাশে খালি জায়গায় কৃষক তাদের উৎপাদিত পণ্য বিক্রি করে থাকেন।

নিজের ক্ষেতের ফসল তার কারণে বাজার দরের তুলনায় অনেক কম দরে হাটে পণ্য বিক্রি করেন কৃষকরা। হাটে কৃষকের নিজের উৎপাদিত ক্ষেতের শাক-সবজি বিক্রি করেন। শাকের মধ্যে আলুর, লাল, কুমড়া- লাউ, পালং, মুলার শাক পাওয়া যায়। 

এছাড়াও ঔষধি গুনাগুন সম্পূর্ণ আদামনি পাতা, বগলী, মালঞ্চ শাক ও সবজি পাওয়া যায়। কৃষকের গাছের লেবু, কাঁচা-পাকা দেশীয় পেঁপে, চালতা ও হরেকরকম দেশীয় ফল ছাড়াও নিজের পালিত হাঁস-মুরগি, হাঁস-মুরগীর ডিম ও খাঁটি গরুর দুধ বিক্রি করেন। হাটে প্রতি আঠি লাউ- কুমড়ার শাক ২০-২৫ টাকা,  আধামনি পাতা প্রতি ভাগাড় ১০-২০ টাকা, বগলী প্রতি টুকরা ১৫-৩০ টাকা, দেশী টমেটো কেজি ২০-২৫ টাকা, মিস্টি আলু কেজি ৫০ টাকা, পাঁকা পেঁপে সাইজ অনুযায়ী ৪০-১২০ টাকা, কাচাঁ-পাঁকা কলা হালি ২০ টাকা, কুমড়া সাইজ অনুযায়ী ১০-৬০ টাকা , খাঁটি গরুর দুধ প্রতি লিটার ৮০-১০০ টাকা, দেশী মুরগী ৫০০-৫৫০ টাকা ও দেশী হাঁস ৪০০-৪৫০ টাকা দরে পাওয়া যায়।

আলোকদিয়া গ্রামের কৃষক  আবুল খায়ের বলেন, নিজের ক্ষেতের শাক-সবজির পাশাপাশি নিজের ২টি পালিত খাঁটি গরুর দুধও বিক্রি করি।


ভালুকিয়া গ্রামের কৃষক মো. আবুল কালাম বলেন, বিগত ২০ বছর যাবৎ এ হাটে ভোরে এসে পণ্য বিক্রি করে থাকি। আমার নিজের মালিকানাধীন ৩৬ শতক জায়গায় বর্তমানে খিরা, কুমড়া ও কুমড়ার শাকের ফলন করেছি, আমার উৎপাদিত পণ্য  প্রতিদিন হাটে বিক্রি করি এবং ন্যায্য দাম পাই।

শহরের দক্ষিণ সহদেবপুরের বাসিন্দা ও ফেনী সরকারী পাইলট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক  অর্জুন কুমার নাথ বলেন, শহরের মধ্যে একেবারে তরতাজা শাক-সবজি অনেকটা সাশ্রয়ী দামে ক্রয় করা যায় এই হাট থেকে।

শহরের মাস্টার পাড়া লমী হাজারী বাড়ীর বাসিন্দা ও সাবেক বিডিআর সদস্য জালাল আহাম্মদ হাজারী বলেন, পাশ্ববর্তী গ্রামের  গ্রামীন শাক-সবজি সকালে এ হাটে পেয়ে আমি আনন্দিত। আমি নিজের জন্যও আমার বাড়ীর আমার আত্মীয়- স্বজনের জন্য প্রত্যেকদিন শাক-সবজি, গরুর দুধ ও অন্যান্য দেশীয় ফল কিনে থাকি।  

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী বলেন, আসলে এ হাটের মাধ্যমে আমার ওয়ার্ডের জনগণ ফরমালিন মুক্ত তথা সবুজ শাক-সবজি সরাসরি কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে ক্রয় করতে পারছে, এটা আমার জন্য আনন্দের। আগামীতে মৌলভী বাজার হাটের পরিধি বাড়ানোর জন্য সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীকে অবহিত করবেন বলে জানান।

 

Related Article