৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
বিশ্বকাপ ফুটবল

ফেনীর ৭৫ বছর বয়সী নসু মাঝরাতে এসেছে বড়পর্দায় আর্জেন্টিনার খেলা উপভোগ করতে

০২ ডিসেম্বর, ২০২২

কামরুল আরেফিন,
ফেনী জেলা (ফেনী) প্রতিনিধি

ছবি: মো. আলী নসু ওরফে নসু নেতা আর্জেন্টিনা বনাম পোল্যান্ডের মধ্যকার খেলা উপভোগ করার মুহূর্তে

শীতের রাত ঘড়ির কাঁটায় ১টা। বোঝার উপায় নেই এখন মাঝরাত। 
গত ৩০ নভেম্বর (বুধবার) ফেনীর পুরাতন জেলখানা মোড়ে বড় পর্দায় রাত ১টায় কাতার বিশ্বকাপ ফুটবলের হাইভোল্টেজ ম্যাচ আর্জেন্টিনা বনাম পোল্যান্ডের মধ্যকার খেলা উপভোগ করতে এসেছেন দেশমাতৃকার শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা মো. আলী নসু ওরফে নসু নেতা।

হাজার হাজার আর্জেন্টাইন ভক্ত তথা ফুটবল প্রেমী দর্শকদের সরব উপস্থিতি দেখে নসু নেতা স্হানীয় ভাষায় মন্তব্য করেন, ফেনী পৌরসভার মেয়র একটা জিনিস! 
মেয়র সাধারণ জনতা বা আম জনতার আবেগ ও ভালাবাসা অর্জন করার জন্য কোথায়, কখন, কি করতে হবে বা কি করা প্রয়োজন তিনি তা ভালোভাবে উপলব্ধি করতে পারেন। তাইতো শহরের পুরাতন জেলখানা মোড়ে  জনগণের কথা চিন্তা করে বিশ্বকাপ ফুটবল খেলা উপভোগ  করার কথা মাথায় রেখে  ২৫ ফুটের বিশাল জায়ান্ট টিভি স্ক্রিন বা বড় পর্দা স্হাপন করেন ফেনীর  জননন্দিত পৌর পিতা। বিশালকারের পর্দা স্হাপন করার কারণে সর্বমহলে মেয়র সমাদৃত। রাজনৈতিক প্রতিহিংসা বা দলাদলি উপেক্ষা করে ফেনীর ফুটবলপ্রেমীরা একই কাতারে সামিল হয়ে বড় পর্দায় সবাই খেলা উপভোগ করার জন্য ছুটে আসেন শহরের পুরাতন জেলখানার মোড়ে। সব বয়সী ও সকল শ্রেণীর পেশার জনগণের উপস্থিতি দেখে মনে হয় স্টেডিয়ামের গ্যালারী যেন ফেনীর পুরাতন জেলখানা মোড়।

হাজার হাজার ফুটবলপ্রেমীরা নসু নেতার মতো দূর-দূরান্ত থেকে প্রিয় দলের খেলা উপভোগ করতে ছুটে আসতে দেখা গেলো। নসু নেতার বাড়ী সোনাগাজী উপজেলার নবাবপুর গ্রামে। ফেনী শহর থেকে নবাবপুরের দূরত্ব প্রায় ২৮ কিলোমিটার।

নসু নেতার কাছে গভীর রাত, ঠান্ডা, দূরত্ব ও বার্ধক্য  সবকিছু হার মেনে গেলো সকল প্রতিকুলতাকে উপেক্ষা করে প্রিয় দল আর্জেন্টিনার খেলা ২৫ ফুটের বড় পর্দায় উপভোগ করতে ছুটে এসেছেন ৭৫ বছর বয়সী নসু নেতা।

কাতার গিয়ে মাঠে বসে খেলা দেখার সুযোগ অথবা সামর্থ্য নেই ফেনীর অনেক ফুটবল প্রেমীদের। জায়ান্ট স্কিনের সামনে সমবেত হাজার হাজার দর্শক, কাঙ্খিত মূহূর্তে সবাই একসঙ্গে মেতে উঠছেন। দর্শকদের মধ্যে কেউ কেউ নিজ দলের জার্সি , কেউ বাঁশি বাজিয়ে আনন্দ ভাগাভাগি করে  প্রিয় দল কে উৎসাহ যোগাতে দেখা গেল। 

Related Article