৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
বিনোদন

ফেনী মাতাতে আসছেন নগরবাউল জেমস ও মাইলস্

০৯ জানুয়ারী, ২০২৩

কামরুল আরেফিন,
ফেনী জেলা (ফেনী) প্রতিনিধি

ছবি: আয়োজক কমিটি মাঠ পরিদর্শনকালে।

আগামী ১০ জানুয়ারী (মঙ্গলবার) জাতির জনক  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। এ বছরও বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসটি ফেনীতে পালন করা হবে জমকালোভাবে। দিবসটি উপলক্ষে ফেনী পৌর আওয়ামী লীগ আয়োজন করছেন এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন উপমহাদেশের প্রখ্যাত রকস্টার ফারুক মাহফুজ আনাম জেমস ও জনপ্রিয় ব্যান্ড মাইলস্। দিবসটি উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে ফেনী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নির্মিত মঞ্চ। বিভিন্ন রঙ বেরঙের বাতি লাগানো হয়েছে মাঠসহ কলেজ মোড় জুড়ে।

গতকাল ৮ জানুয়ারী (রবিবার) মাঠ পরিদর্শনে আসেন ফেনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি। তিনি বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। জেমস ও মাইলস্ ভক্তদের অনুরোধে এবারও মাঠ জমাতে তারা ফেনীতে আসবেন। তিনি সকলের সহযোগিতা চান। আগত সকলকে সহমর্মিতা ও ভাতৃত্ববোধ বজায় রেখে আনন্দ উপভোগ করার আহবান জানান। আগত মা- বোনেরা যেন কোন রকম হেনস্তার শিকার না হয় সেদিকে সকলকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান। মাঠ পরিদর্শনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল থোয়াই অং প্রু মারমা, ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিনসহ আয়োজন সংশ্লিষ্ঠরা।

Related Article