২০ নভেম্বর, ২০২২
ছবি: ভারত সরকারের উপহার দেওয়া অ্যাম্বুলেন্সটি।
২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের গ্যারেজে পড়ে আছে ভারত সরকারের দেওয়া উপহার লাইফ সাপোর্টে সুবিধা সম্পন্ন একটি অ্যাম্বুলেন্স। লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হলেও মূলত শুরু থেকে অ্যাম্বুলেন্সটিতে ছিল না কোনো মেশিনারিজ যন্ত্রপাতি। ফলে যান্ত্রিক সমস্যায় এটি এখনো অকেজো হয়ে পড়ে আছে। এতে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ জনগণ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারী মাসে লাইফ সাপোর্ট সুবিধা সম্পন্ন অ্যাম্বুলেন্সটি ফেনী জেনারেল হাসপাতালকে উপহার দেওয়া হয়। অ্যাম্বুলেন্সটি চিকিৎসায় ব্যাপক অবদান রাখবে বলা হলেও ১১ মাসেও এটি রোগী পরিবহনের কোনো কাজে আসেনি। গত ১১ মাস ধরে অ্যাম্বুলেন্সটি অযত্নে, অবহেলায় অকেজো অবস্থায় রয়েছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন গড়ে অন্তত ১ হাজার ৪০০ রোগী সেবা নেন। এটি ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল হলেও এখানে ভর্তি রোগী থাকে অন্তত ৪ থেকে ৫ শতাধিক। রোগীদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেওয়ার ক্ষেত্রে লাইফ সাপোর্ট সুবিধা সম্পন্ন অ্যাম্বুলেন্সের খুব প্রয়োজন ছিল। বর্তমানে হাসপাতালে মোট ৩টি অ্যাম্বুলেন্স রয়েছে। এর মধ্যে একটি ভালো আছে। একটির অবস্থা একদমই ভালো না। আর ভারত থেকে উপহার পাওয়া অ্যাম্বুলেন্সটি অকেজো হয়ে পড়ে আছে।
এ বিষয়ে মকসুদ আলম নামে এক রোগীর স্বজন জানান, তাঁর চাচার খুবই নাজুক অবস্থা। তাই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। কিন্তু লাইফ সাপোর্ট সংযুক্ত কোনো অ্যাম্বুলেন্স না পেয়ে সাধারণ অ্যাম্বুলেন্সে চাচাকে নিয়ে যাচ্ছেন তিনি।
হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক গিয়াস উদ্দিন সবুজ জানান, লাইফ সাপোর্ট সুবিধা সম্পন্ন অ্যাম্বুলেন্সে কোনো যন্ত্রপাতিই নেই; বরং গাড়িটি চালাতে যেমন কষ্ট হয়, তেমনি লাগে ঝাঁকুনিও। এতে রোগীরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না। তাই ব্যবহার করা যাচ্ছে না।
এ ব্যাপারে ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল খায়ের মিয়াজী বলেন, লাইফ সাপোর্ট সুবিধা সম্পন্ন অ্যাম্বুলেন্সটির খুবই প্রয়োজন ছিল। কিন্তু পরিপূর্ণ একটি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সে যেসব যন্ত্রপাতি প্রয়োজন তার কিছুই নেই এটিতে।
উক্ত বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।