৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ফেনী গিরিশ অক্ষয় একাডেমীর বার্ষিক প্রীতি সম্মেলন

২০ ফেব্রুয়ারী, ২০২৩

কামরুল আরেফিন,
ফেনী জেলা (ফেনী) প্রতিনিধি

ছবি: বক্তব্য রাখছেন প্রধান অতিথি।

চমৎকার আবহাওয়া ভিন্ন আমেজে গতানুগতিক ধারার বাইরে এসে ফেনী গিরিশ অক্ষয় একাডেমী (ফেনী জি.এ একাডেমী)'র বার্ষিক প্রীতি সম্মিলন বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।

২০ ফেব্রুয়ারি (সোমবার) ফেনী গিরিশ অক্ষয় একাডেমী মাঠে স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি মো. ইউছুফের সভাপতিত্বে ও স্কুলের সিনিয়র শিক্ষক খালেদা বেগমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।

বিশেষ অতিথি ছিলেন ফেনী পৌরসভার ০৭ নং ওয়ার্ডের কাউন্সিলর ও স্কুলের বিদ্যোৎসাহী সদস্য বাহার উদ্দিন বাহার, স্কুলের প্রধান শিক্ষক মো. তাজুল ইসলাম চৌধুরী, স্কুলের পরিচালনা পরিষদের সদস্য আবুল কাসেম, মো. নুর হোসেন মিসু, মো. আরিফ উদ্দিন ও কাজী সাইফুল ইসলাম।

দুই পর্বের সমন্বয়ে সাজানো অনুষ্ঠানের প্রথম পর্ব সকাল ৯ টার দিকে প্রধান অতিথি জেলা প্রশাসক রং বেরঙের বেলুন ও পায়রা উড়িয়ে বার্ষিক প্রীতি সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন। স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর ডিসপ্লে, একক নৃত্য, দলীয় নৃত্য ও দেশাত্মবোধক গান পরিবেশন করে। পরে অতিথিরা স্কুলের নবনির্মিত জয়িতা কক্ষ ও ডে-কেয়ার সেন্টারের শুভ উদ্বোধন করেন। যুগোপযোগী ও দৃষ্টিনন্দন ও আধুনিক সাজে সজ্জিত জয়িতা কক্ষ ও ডে-কেয়ার নির্মাণ করাতে জেলা প্রশাসক উক্ত নির্মাণকাজে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান ও জয়িতা কক্ষ ও ডে-কেয়ার নির্মাণকাজের সৌন্দর্য্য দেখে তিনি মুগ্ধ হোন।

প্রধান অতিথি ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, পৃথিবীতে সময়ের চেয়ে মূল্যবান আর কিছুই নেই। ২৪ ঘন্টা প্রতিটি মুহূর্ত কাজে লাগানোর চেষ্টা করবে। কখনো বাজে কাজে সময় অপচয় করবে না আর স্কুল জীবনের সময় হচ্ছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। তোমারা যদি সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারে তবে আমার মতো জেলা প্রশাসক হবে।

স্কুলের শিক্ষার্থীরা পঞ্চমুখী, বেকারী অব পিঠা, ভোজন স্টোর, হোম মেইড আইটেম স্টোর, কোল্ড ড্রিংকস শপ, পার্টনার স্টোর, দি বয়েজ স্টল, বেস্ট ট্রিট, বিসমিল্লাহ বেলপুরি ও ফুড ফেস্টিভ্যাল নামে মোট ১০ টি স্টলের মাধ্যমে মুখরোচক খাবার পরিবেশন করে। এছাড়া ও ফেনী যুব রেড ক্রিসেন্ট জরুরী চিকিৎসা সেবা প্রদান করার জন্য একটি মেডিকেল ক্যাম্প স্হাপন করেন।

বিকাল ৪টার দিকে অনুষ্ঠানের সমাপনী পর্বে উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার মেয়র মো.নজরুল ইসলাম স্বপন মিয়াজী। এ সময় পৌর মেয়র বঙ্গবন্ধু ম্যুরালের ভিত্তি প্রস্থর স্থাপন ও সাউন্ড সিস্টেমের শুভ উদ্বোধন করেন। বার্ষিক প্রীতি সম্মিলনে ১০টি স্টলের মধ্যে বিচারকদের রায়ে ১ম স্থান অর্জন করে, হোম মেইড আইটেম স্টোর, 
দ্বিতীয় স্থান অর্জন করে পার্টনার স্টোর ও তৃতীয় স্থান অর্জন করে বেকারি অব পিঠা। এসময় ফেনী পৌরসভার মেয়র বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করেন।


পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, গিরিশ অক্ষয় একাডেমী (ফেনী জি.এ একাডেমী)' র শিক্ষক ও শিক্ষার্থীরা আমাকে যে সম্মান দিয়েছে সত্যি এ সম্মান ভুলার মতো না। এখানকার স্থানীয়  কাউন্সিলর, স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে অচিরেই একটি নতুন স্কুলভবন নির্মাণ করার ঘোষণা দেন। অনুষ্ঠানের সভাপতি সমাপনী বক্তব্য প্রদান করেন। দিনব্যাপী বার্ষিক প্রীতি সম্মিলন শেষে সন্ধ্যায় চট্টগ্রামের ব্যান্ডদলের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে রেফেল ড্র'র মধ্যে দিয়ে ভিন্নধর্মী তথা বর্ণাঢ্য আয়োজনের সমাপ্তি ঘটে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good