২০ মার্চ, ২০২৩
ছবি: অধ্যক্ষসহ দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারীদের একাংশ।
ফেনী জেলার অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ফেনী আলিয়া কামিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২০ মার্চ সোমবার দুপুরে ফেনী আলিয়া কামিল মাদ্রাসা মিলনায়তনে পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মধ্যে দিয়ে দোয়া ও মিলাদ মাহফিলের কার্যক্রম শুরু হয়।
ফেনী আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে পরীক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মেহেদী হাসান।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অত্র মাদ্রাসার সিনিয়র শিক্ষক মো. ফরিদ উদ্দিন আহমেদ, মোহাদ্দেস মো.মোশাররফ হোসেন, সহকারী অধ্যাপক মাওলানা ছালেহ আহাম্মদ ও মাওলানা মোসলেহ উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিদায়ী পরীক্ষার্থীদের সফলতা ও সকলের কল্যানার্থে মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা ছালেহ আহাম্মদ। পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।