১৮ ডিসেম্বর, ২০২২
ছবি: আর্জেন্টাইন গোলকিপার ইমি মার্টিনেজ।
এমবাপ্পে ফুটবল বোঝে না বলে মন্তব্য করেছেন আর্জেন্টাইন গোলরক্ষক এমি মার্টিনেজ। এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। তথ্য মিরর’র।
আর্জেন্টাইন গোলরক্ষক বলেন, এমবাপ্পে ফুটবল যথেষ্ট বোঝে না। সে তো কখনো দক্ষিণ আমেরিকায় খেলেনি। যেহেতু আপনার সেই অভিজ্ঞতা নেই, তাই এটা নিয়ে কথা না বলাই ভালো। তবে এসব কোনো ব্যাপার না। আমরা গ্রেট একটা দল, সেটা স্বীকৃত।
এর আগে, বিস্ফোরক এক মন্তব্য করেন কিলিয়ান এমবাপ্পে। সেই মন্তব্য নতুন করে আলোচনায় এসেছে বিশ্বকাপ ফাইনালের আগে। ফরাসি ফরোয়ার্ডকে পড়তে হচ্ছে তোপের মুখে।
এমবাপ্পে বলেছিলেন, ইউরোপিয়ান দলগুলো উঁচুমানের টুর্নামেন্ট খেলে। যেমন, নেশন্স লিগের মতো বড় টুর্নামেন্টের কথা বলা যেতেই পারে। সেই টুর্নামেন্ট দক্ষিণ আমেরিকার কোনো দল খেলে না। আমাদের থেকে অনেক পিছিয়ে লাতিন আমেরিকার দলগুলো।