৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / লাইফ স্টাইল / স্বাস্থ্য

এলার্জি দূর করার কার্যকারী ঘরোয়া উপায়

০৩ মার্চ, ২০২৩

মোঃ মাহবুবুল ইসলাম,
স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

এলার্জি বা চুলকানি দূর করবে ৫০ বছর পুরনো এলার্জি হলেও , ৫০ বছরের পুরনো এলার্জি চুলকানি দূর করবে একটি মাত্র বিশেষ পাতা এই পাতার নাম হলো বরই পাতা বা কুলপাতা।

আজকে এলার্জি বা চুলকানি দূর করার একটি কার্যকরী ঘরোয়া পদ্ধতির মাধ্যমে কিভাবে এলার্জি বা চুলকানি দূর করবেন, সেই পদ্ধতি জানাবো, আমরা সকলেই বড়ই পাতা অথবা কুলপাতা চিনি।

বড়ই পাতা : এমন একটি পাতা যা ব্যবহারের সাথে সাথেই আপনি ফল পাবেন ইনশাল্লাহ।

বর্তমানে বিজ্ঞানের গবেষণা থেকে প্রমাণিত যে, বড়ই পাতায় বিশেষ কিছু এন্টিসেপটিক উপাদান রয়েছে, যা পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে বা পানিতে দিয়ে হালকা গরম করলেই এক ধরনের আঠালো নির্যাস পানির সঙ্গে মিশে যায়। আর এই আঠালো নির্যাস গুলো মানুষের শরীরকে জীবাণুমুক্ত করার কার্যকারী এন্টিসেপটিক হিসেবে কাজ করে।

এলার্জির অনেক ধরনের ওষুধ পাওয়া যায় তবে আপনি যদি আজকের ঘরোয়া উপায় অ্যালার্জি দূর করার নিয়মটা জেনে যান তাহলে আপনাকে বাজার থেকে আর পার্শ্বপ্রতিক্রিয়া যুক্ত ওষুধ কিনে খেতে হবে না। আজকে এই নিয়মটাই জানাবো।

এলার্জি বা চুলকানি থেকে মুক্তির উপায়:

১) গাছ থেকে দু'মুঠো, বড় সাইজের বড়ই পাতা সংগ্রহ করতে হবে।

২) পাতাগুলো সংগ্রহ করার পর ভালো করে পরিষ্কার পানিতে ধুয়ে, পাতাগুলো ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিবেন । অথবা আপনার শিল-পাটায় ভালো করে থেতো করে নিবেন।

মোটকথা হল এই দুই মুঠো পাতার সাথে পানি মিশিয়ে আপনাকে হাফ গ্লাস পরিমাণ রস তৈরি করে নিতে হবে ।

৩) তারপর সে রস কাপড় দিয়ে অথবা ছাকনি দিয়ে ভালো করে ছেকে নিবেন। নেওয়ার পর, এক চা চামচ এর চার ভাগের এক ভাগ লবণ দিয়ে এটিকে ভালো করে মিশিয়ে সকালবেলা খালি পেটে এই রেমিডি পান করবেন ।

এটা করতে পারলে আপনার শুধুমাত্র এলার্জি দূর হবে না, সেইসাথে আপনার যদি ডায়াবেটিসের সমস্যা থাকে সেটাও নিয়ন্ত্রণে চলে আসবে ।

শুধু তাই নয় শরীরে পোকামাকড় কামড়ালে, বা কোন স্থান ফুলে গেলে সেখানে আপনি বাটা বড়ই পাতা সেবন করতে পারেন ।

প্রায় ১৫০০ বছর আগে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) মৃত ব্যক্তিকে বড়ই পাতা মেশানো পানি দিয়ে গোসল করানোর কথা বলেছেন ।

বর্তমান বিজ্ঞানের গবেষণা বলছে, আল্লাহর রাসূল (সাঃ) এর কথা বলার পেছনে মূল কারণ ছিল যে, এই বড়ই পাতার মিশ্রণের ফলে সম্পূর্ণরূপে জীবাণুমুক্ত এবং পরিচ্ছন্ন হয় , যা বর্তমান জামানায় বাজারে পাওয়া যায় এমন কোনও লিকুইডও এত ভালো পরিষ্কার করে না।

এলার্জির ঐষধ নিমপাতা:
নিমপাতা এলার্জির বিরুদ্ধে কাজ করে। এছাড়াও নিমপাতা যেকোনো ধরনের চুলকানির বিরুদ্ধে প্রতিকার হিসেবে কাজ করে। এলার্জি হলে নিম পাতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
 

এর জন্য আপনাকে যা করতে হবে তা হল : প্রথমে নিমপাতা রোদে শুকিয়ে ভালোভাবে গুরো করে নিন। 
একটি চামচে তিনভাগের এক ভাগ নিম পাতা নিন। মূলত গুড়ো নিমপাতা নিতে হবে। সেই নিম পাতা ভুষিগুলো এক গ্লাস পানিতে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন, রাতে যখন ঘুমাতে যাবেন, তখন ঘুমানোর আগে এই মিশ্রণটি খেয়ে ফেলুন। এরকম করে ৩০ দিন খেলে আপনার এলার্জি অনেকটাই কমে যাবে। 

সুত্রঃ Jonotarsongram.info

Related Article