২১ ফেব্রুয়ারী, ২০২৫
ছবি: ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলো বাংলাদেশ অনলাইন সাংবাদিক ফোরাম নাগরপুর উপজেলা শাখা
বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যে অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে জাতি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালিত হচ্ছে।
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে নাগরপুর উপজেলা চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির শ্রেষ্ঠ সন্তান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ অনলাইন সাংবাদিক ফোরাম নাগরপুর উপজেলা শাখা পুষ্পস্তবক অর্পণ করে।
উক্ত পুস্তস্তবক অর্পণে উপস্থিত ছিলেন বাংলাদেশ অনলাইন সাংবাদিক ফোরাম নাগরপুর উপজেলা শাখার সভাপতি স্বদেশ কণ্ঠ প্রতিদিন এর সম্পাদক ও প্রকাশক কাজী মোস্তফা রুমি, সাধারণ সম্পাদক চ্যানেল ওয়ান বিডি ডট কম এর স্টাফ রিপোর্টার আলিজা বিনতে আশরাফ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ক্রাইম24বিডি.কম এর টাঙ্গাইল জেলা প্রতিনিধি মো: জাহিদুল হাসান জাহিদ, সাংস্কৃতিক সম্পাদক চ্যানেল ওয়ান বিডি ডট কম এর বিশেষ প্রতিনিধি আরশেদা আক্তার ইতি, ধর্ম বিষয়ক সম্পাদক দৈনিক দেশ প্রতিদিন এর স্টাফ রিপোর্টার মোঃ হালিম মিয়া প্রমূখ।
পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যান কামনায় ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ হালিম মিয়ার পরিচালনায় এক সংক্ষিপ্ত দোয়া করা হয়।