৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / জাতীয় / আন্তর্জাতিক

এবার বঙ্গবন্ধু স্যটেলাইট সহ আরো দুই প্রতিষ্ঠানের নাম পরিবর্তন

০৪ মার্চ, ২০২৫

ছবি: মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইন এখন "বাংলাদেশ স্যাটেলাইট-১''

মহাকাশে উড়তে থাকা বঙ্গবন্ধু স্যাটেলাইট—১ এখন থেকে পরিচিতি পাবে বাংলাদেশ স্যাটেলাইট—১ হিসেবে। দেশের একমাত্র এবং সর্বপ্রথম  স্যাটেলাইট।


টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধু স্যাটেলাইট—১ (বিএস—১)—এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট—১ (বিএস—১) করার প্রস্তাব প্রধান উপদেষ্টা অনুমোদন করেছেন। এমতাবস্থায় এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম হাতে নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এর আগে, স্যাটেলাইটের নাম পরিবর্তনের বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে চিঠি দিয়েছিল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি।

এ ছাড়াও সজীব ওয়াজেদ উপগ্রহ ভূকেন্দ্র, গাজীপুর ও সজীব ওয়াজেদ উপগ্রহ ভূকেন্দ্র, বেতবুনিয়া—এই দুটি স্থাপনার নাম পরিবর্তন করে যথাক্রমে প্রতিষ্ঠাকালীন নাম প্রাইমারি উপগ্রহ ভূকেন্দ্র, গাজীপুর ও সেকেন্ডারি উপগ্রহ ভূকেন্দ্র, বেতবুনিয়া করার কথাও জানায় বিএসসিএল।

Related Article