৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
বিশ্বকাপ ফুটবল / খেলাধুলা

কোস্টারিকাকে পেয়ে গোল উৎসবে মেতে উঠে স্পেন

২৪ নভেম্বর, ২০২২

মোঃ শিবলী সাদিক,
বিশেষ প্রতিনিধি (ক্রীড়া)

ছবি: বিশ্বকাপে পেলের পর সর্বকনিষ্ঠ গোল স্কোরার গাভি

ব্রাজিল ও রাশিয়া বিশ্বকাপের ব্যর্থ ছাপিয়ে কাতার বিশ্বকাপে দুর্দান্ত শুরু স্পেনের। ড্যানি অলমো, মার্কো অ্যাসেনসিও, ফেরান তোরেস, গাভি, সোলের ও মোরাতার লক্ষ্যভেদে কোস্টারিকার জালে ৭ বার বল পাঠিয়ে রীতিমতো উৎসব করেছে লুই এনরিকের দল। আর এই ম্যাচের প্রথমার্ধে ৫৩৭টি পাসের রেকর্ডও করেছে স্পেন। এছাড়া পুরো ম্যাচে কোস্টারিকার ২৩১টি পাসের বিপরীতে স্পেনের ১ হাজার ৪৩টি পাসের পরিসংখ্যানও জানান দেয়, ম্যাচে কতটা আধিপত্য ছিল স্প্যানিশদের। 

বুধবার (২৩ নভেম্বর) কাতারের আল থুমামা স্টেডিয়ামে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হয় কোস্টারিকা  ম্যাচের ১১ মিনিটে ড্যানি অলমোর করা প্রথম গোলটিকে সত্যিকার অর্থে স্প্যানিশ গোলই বলতে হয়। পাসের পর পাস আর জায়গা বদল করতে করতেই অভিজ্ঞ গোলরক্ষক কেইলর নাভাসকে পরাস্ত করেন ড্যানি অলমো। আর এ গোলটিই বিশ্বকাপে স্পেনের করা একশোতম গোল। 

এক গোলে এগিয়ে থেকে আগের মতোই আক্রমণ করে যেতে থাকেন অ্যাসেনসিও-ফেরান তোরেসরা। ম্যাচের ২১ মিনিটে বামপ্রান্ত থেকে জর্ডি আলবার ডি বক্সে বাড়ানো বলে ওয়ান টাচে দারুণ ফিনিশিংয়ে আবারও নাভাসকে পরাস্ত করেন মার্কো অ্যাসেনসিও।



এরপর, অস্কার দুতার্তে জর্ডি আলবাকে ডি বক্সে ফাউল করলে পেনাল্টি পায় স্প্যানিশরা। এই পেনাল্টি থেকে ৩-০ ব্যবধানে দলকে এগিয়ে নেন ফেরান তোরেস। এরপর প্রথমার্ধে আর কোনো গোল পায়নি স্পেন। 

তবে, দ্বিতীয়ার্ধে ঠিকই হয়েছে গোলের উৎসব। ম্যাচের ৫৪ মিনিটে ব্যবধান ৪-০’তে নেন ফেরান তোরেস। ৭৪ মিনিটে মোরাতার বাড়ানো বলে দুর্দান্ত ওয়ান টাচ শটে কেইলর নাভাসকে আরও একবার হতাশ করে গোল ব্যবধান ৫-০ করেন বার্সেলোনার গাভি।গাভি এ গোলের মাধ্যমের পেলের পর  দ্বিতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে বিশ্বকাপের মঞ্চে গোল করেন



৯০ মিনিটের সময় আরও একটি গোল দিয়ে কোস্টারিকার হতাশা আরেকটু বাড়িয়ে দেন বদলি হিসেবে নামা সোলের। আর, লস টিকোসদের পরাজয়ের কফিনে শেষ পেরেকটি ঠোকেন আলভারো মোরাতা। ৯২ মিনিটে দারুণ ফিনিশিংয়ে ৭-০ ব্যবধানে স্পেনের জয় নিশ্চিত করেন তিনি। 

কিন্তু দুর্ভাগ্য যেন কোস্টারিকা শিবিরে।বিশ্বকাপে সরাসরি খেলতে পারেনি তারা। তাই বিশ্বকাপ খেলতে তাদের পেরুতে হয় প্লে অফ বাঁধা। স্পেন তাদের জালে ৭ গোল করলেও তারা করতে পারেনি একটি গোলও।ব্রাজিলের পর দ্বিতীয় দেশ হিসেবে বিশ্বকাপে ৭ গোল খাওয়ার রেকর্ড করলো কোস্টারিকা। এ যেন এক বিভীষিকাময় রাত নাভাসের কোস্টারিকার জন্য। 

রোমসের, থিয়াগোদের  মতো সেরা ফুটবলারদের  স্কোয়াড না নেওয়ায় চর সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছিলেন স্প্যানিশ কোচ লুই এনরিকে। সকল সমালোচনার জবাব দিতে খুব বেশি সময় নিলেন না এনরিকে। বল দখলের লড়াইয়ে স্পেন বরাবরই এগিয়ে থাকে। তবে গোলের দেখা পাওয়ার ক্ষেত্রেই যেন ধুঁকতে হয় স্প্যানিশদের। তাই সার্জিও রামোস-থিয়াগো আলকান্তারাদের স্কোয়াডে না রেখে তারুণ্য নির্ভর দল গড়ে এবার গোলও পেলেন লুই এনরিকে। আর ৭ গোলের সাথে দুর্দান্ত পাসিংয়ে স্পেনও ইঙ্গিত দিয়ে রাখলো, শিরোপা জয়ের লক্ষ্যেই কাতার এসেছে তারা।
 

Related Article