২১ নভেম্বর, ২০২২
ছবি: নিখোঁজ আঞ্জুয়ারা আক্তার রিক্তা
আঞ্জুয়ারা আক্তার রিক্তা একজন মানসিক রোগী,বয়স আনুমানিক ৫০ বছর। গতকাল (শুক্রবার) সকাল ৮ টায় বাড়ী থেকে বের হয়ে যান। পরে আর বাড়ীতে ফিরে আসেন নি। এখন পর্যন্ত তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।
তার গ্রামের বাড়ি গাড়ানাটা(রাইচমিল), তাহার স্বামীর নাম মোঃ আব্দুল লতিফ।
কোন স্ব-হৃদয়বান ব্যক্তি যদি তাহাকে দেখে থাকেন বা কোন সন্ধান পেয়ে থাকেন তাহলে তার পরিবারের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।
যোগাযোগ মোবাইল নং- ০১৩০৭-৩৭৬৯২৬
অথবা এই ঠিকানায় যোগাযোগ করবেন
মোঃ আব্দুল লতিফ
গ্রাম- গাড়ানাটা (রাইচমিল)
পোস্ট - ঠুটিয়াপাকুর
থানা-পলাশবাড়ী
জেলা-গাইবান্ধা
(আপনার একটি শেয়ার রিক্তাকে তার পরিবারের কাছে পৌছে দিতে পারে)
Good news
Good