১২ নভেম্বর, ২০২২
ছবি: পুরস্কার বিতরণ
পটুয়াখালীর দশমিনায় উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা শুক্রবার বিকাল ৪ ঘটিকায় দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় এর মাঠে অনুষ্ঠিত হয়।
উক্ত খেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শেখ আব্দুল্লাহ সাদীদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, দশমিনা আদালত সমীর মল্লিক, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসক কার্যালয় পটুয়াখালী মো. ইসমাইল রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডাঃ সমছুরন্নাহার খাল ডলি,ৎ উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাফর আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইকবাল মাহমুদ লিটন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।
আলীপুর ইউনিয়ন পরিষদ দল ০১ গোলে দশমিনা অফিসার্স ক্লাব পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। গোলটি করেন আলিপুর ইউনিয়ন একাদশ এর খেলোয়াড় মোঃ শাহীন ।
টুর্নমেন্ট সেরা হন রিদয় চন্দ্র এবং ম্যান আব দ্যা ম্যাচ মোঃ শাহিন। শেরা গোল রক্ষক হন রবিউল। খেলা শেষে প্রধান অতিথি ও সভাপতি চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন। খেলা দ্বারা বর্ননায় ছিলেন পাবেল মাহমুদ , পিম রায়হান বাদল ও ফয়েজ আহমেদ।
Good news
Good