৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
রাজনীতি

দশমিনার রনগোপালদী ইউপি নির্বাাচন নৌকার প্রার্থী হতে চায় ৮ জন

১৯ নভেম্বর, ২০২২

মোঃ রাকিবুল ইসলাম,
দশমিনা উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি

ছবি: প্রতীকী ছবি

দশমিনার রনগোপালদী ইউপি নির্বাাচন নৌকার দাবিদার ৮ জন
আগামী ২৯ ডিসেম্বর দশমিনা উপজেলার ১ নম্বর রনগোপালদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট অনুষ্ঠিত হবে। ইউপি নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে আওয়ামীলীগের প্রার্থি বাছাই। আজ শনিবার আউলিয়াপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আওয়ামীলীগের তৃনমূলের প্রার্থি বাছাই অনুষ্ঠিত হবে। আওয়ামীলীগের দলীয় সূত্রে জানাগেছে, নৌকা প্রতীক পাওয়ার জন্য বর্তমান চেয়ারম্যান এটিএম আসাদুল হক নাসির সিকদার, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল আজীজ,সাধারন সম্পাদক(ভারপ্রাপ্ত)মোঃ আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক বন ও পরিবেশ সম্পাদক মাহফুজ রাড়ী, উপজেলা আওয়ামীলীগ সদস্য জাকির হোসেন জাফর তালুকদার, উপজেলা আওয়ামীলীগ সদস্য আবুল কালাম আজাদ, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা হুমায়ুন কবির এবং ইমাম হোসেন উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে তৃনমূল বাছাইয়ে অংশ নিতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। রনগোপালদী ইউপি নির্বাচনে দলীয় প্রার্থি বাছাই অনুষ্ঠানে পটুয়াখালী জেলা আওয়ামীলীগ সভাপতি  বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর ও সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান উপস্থিত থাকবেন। এদিকে উপজেলা আওয়ামীলীগ নেতারা দফায় দফায় বৈঠক করেও ৮ মনোনয়ন প্রত্যাশীকে নিয়ে ঐক্যমতে পেীছাতে না পারায় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি/ সম্পাদক সহ মোট ৬৫ জন তৃনমূল নেতা তাদের দলীয় প্রার্থি বাছায়ে ভোটাধিকার প্রয়োগ করবেন। তৃনমূলের দলীয় মনোনয়ন প্রার্থি বাছাইকে কেন্দ্র করে মনোনয়ন প্রত্যাশীদের কর্মী সমর্থকেরা মারমুখি অবস্থানে রয়েছে বলে জানাগেছে। দশমিনা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট ইকবাল মাহামুদ লিটন বলেন, তৃনমূল আওয়ামীলীগ যাকে বেছে নেবে আমরাও তার পক্ষে নির্বাচনী মাঠে এ্যক্যবদ্ধভাকে কাজ করে নৌকা বিজয়ী করে আনবো। রনগোপালদী ইউনিয়নে ১৪ হাজার ছয় শত নয় জন ভোটর রয়েছে।

Related Article