২২ ডিসেম্বর, ২০২২
ছবি: হাসপাতালে যুবকের লাশ ।
পটুয়াখালী দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে এক যুবকের কীটনাশক পানে মৃত্যুর ঘটনা ঘটেছে।
মৃত্যু ব্যক্তির নাম নয়ন চন্দ্র শীল তিনি ৫ নং ওয়ার্ডের পূর্ব গছানী গ্রামের নির্মল চন্দ্র শীলের ছোট ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, নির্মল চন্দ্র বাঁশবাড়িয়া লঞ্চঘাট এলাকায় নাপিতের কাজ করেন দুপুর ২ টায় তার মেজো ছেলে বাবার জন্য খাবার নিয়া যেতে বললে নয়ন চন্দ্র নিয়ে যেতে পারবে না বলে দেয়। তাতে মেজো ভাই রাগ করে বলেন খাবার নিয়ে যেতে না পারলে ধান ক্ষেতে যা। এই কথা বললে নয়ন চন্দ্র রাগ করে ঘরে থাকা ধান ক্ষেতে পোকা ধ্বংস কারা নাইট্রো পান করে আত্নহত্যার চেস্টা করেন। পরে নয়ন ছটপট করতে থাকলে ঘরের সকলে দশমিনা হাসপাতালে নিয়ে আসলে ওয়াস কারা হয়। কিছুক্ষন পর মারা যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ সাদিয়া খায়ের বলেন নয়ন চন্দ্র পরিমানে বেশি বিষ পান করে আমরা যথাসাধ্য চেস্টা করছি বাঁচানো যায়নি।
দশমিনা থানা উপ-পুলিশ পরিদর্শক (এসআই) তৌসিফ বলেন খবর পেয়ে নয়ন চন্দ্রের মরদেহ হাসপাতাল থেকে থানায় আনা হয়েছে। নয়নের ঘর থেকে নাইট্রো পয়জন বোতল উদ্ধার করা হয়েছে। পরবর্তী কার্যক্রম অব্যাহত আছে।
Good news
Good