২৫ নভেম্বর, ২০২৪
ছবি: ষোল ভূয়া পরিক্ষার্থী আটক
বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষায় প্রতারণার অভিযোগে বগুড়ার ডিবি পুলিশ ১৬ জনকে গ্রেফতার করেছে। রবিবার (২৪ নভেম্বর) বগুড়া পুলিশ লাইন্সে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার সময় এদের গ্রেফতার করা হয়।
বগুড়া জেলা পুলিশ সূত্রে জানা যায়, পরীক্ষা চলাকালে সন্দেহজনক আচরণের কারণে ১২ জনকে আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার কথা স্বীকার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ১১টা ৩০ মিনিটে আরও ৪ জনকে গ্রেফতার করা হয়। অভিযানে ৬টি ব্ল্যাংক স্ট্যাম্প ও ২টি ব্ল্যাংক ব্যাংক চেক উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে বগুড়ার ধুনট থানার তিনজনসহ জেলার বিভিন্ন উপজেলার প্রার্থীরা রয়েছেন। তাদের পরিচয় নিচে দেওয়া হলো:
ধুনট থানার প্রার্থীরা: সিয়াম সরকার (১৯), সামিউল ইসলাম সিয়াম (২০), ফজলে রাব্বি (২০)।
অন্যান্য প্রার্থীরা: সৈকত মিয়া (১৯), জিসান ইসলাম (১৯), আব্দুল্লাহ আল রাকিব (২০), রতন মিয়া (১৯), আবিদ হাসান (২০), হাসিবুল হাসান ফাইম (১৯), মেহেদী হাসান (১৯), ফুয়াদ আলী (২০), শাহীন আলম (২০), বুলবুল ইসলাম (৩১), ফজলুল কবির ওরফে সোহাগ (৩৫), আতিকুল ইসলাম (২৯), এবং রাসেল (২১)।
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও মিডিয়া) সুমন রঞ্জন সরকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়োগ পরীক্ষায় প্রতারণার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া, নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি ধাপে নজরদারি বাড়ানো হয়েছে।