১৭ এপ্রিল, ২০২৩
ছবি: ধুনটে মুজিবনগর দিবস পালিত ও ১০২টি ল্যাপটপ বিতরণ
সারাদেশব্যপী ঐতিহাসিক মুজিবনগর দিবস পালনের অংশ হিসেবে বগুড়ার ধুনটেও দিবসটিকে সামনে রেখে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অপরদিকে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিইডিপি-৪ এর আওতায় ১০২টি ল্যাপটপ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১৭ এপ্রিল সোমবার উপজেলা মডেল মসজিদ সভা কক্ষে এ আলোচনা সভা, দোয়া মাহফিল ও ল্যাপটপ বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানে আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফেরদৌস আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক, সাধারন সম্পাদক আসিফ ইকবাল সনি প্রমুখ।