১১ সেপ্টেম্বর, ২০২৩
ছবি: ধুনটে মসজিদের জমিতে জোরপূর্বক ঘর নির্মাণ
বগুড়ায় ধুনট উপজেলার সুলতানহাটা দক্ষিণপাড়া জামে মসজিদের জমি জোরপূর্বক দখল করে ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে।এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
উক্ত ঘটনায় এলাকাবাসীর পক্ষে সুলতানহাটা গ্রামের মৃত নইমুদ্দিন এর ছেলে আবু তালেব সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে ধুনট থানায় ৯ জনকে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ২নং কালের পাড়া ইউনিয়নের সুলতানহাটা দক্ষিণ পাড়া জামে মসজিদের সর্ব মোট ২৫ শতক জমি যার মৌজা লক্ষ্মীপুর জে,এল নং ৩৫, খতিয়ান আর এস নং১২,৮৩৫, দাগ নং ৩৭৬০ মজিদ ৬শতক ,৩৭৬২ পুকুর ১৬শতক ,৩৭৬১ কবরস্থান ৩ শতক সর্বমোট ২৫ শতক জমি মসজিদের নামে।
গত ০৫/ ০৯/২০২৩ ইং তারিখে সুলতানহাটা দক্ষিণ পাড়া জামে মসজিদের জমিতে জোরপূর্বক ঘর নির্মাণ করেন প্রতিবেশী মৃত মতিউর রহমান মন্ডল এর ছেলে গোলাপ মন্ডল (৪৫), আলমগীর হোসেন মন্ডল (৩৫), শাজাহান মন্ডল এর ছেলে শামিম মন্ডল(৩৩), জয়নাল আবেদীন এর ছেলে ফারুক (২৮), মৃত দুদু মন্ডল এর ছেলে পিন্টু (২৮), সহ জিহাদ (২১), জয় (২৬), হযরত আলী (৬৫), আরিফ (৪০), অবৈধভাবে সবাই দলবদ্ধ হইয়া লাঠি সোটা নিয়ে মসজিদের সম্পত্তিতে জোরপূর্ব ঘর নির্মাণ।
অভিযোগকারী আবু তালেব বলেন, সুলতানহাটা দক্ষিণ পাড়া জামে মসজিদের নামে জায়গা মধ্যে দখল করে ঘর নির্মাণ করছে গোলাফ মন্ডল ও আলমগীর হোসেন। আমিসহ এলাকাবাসী মসজিদের জায়গায় ঘর নির্মাণে বাধা দিলে তিনি উল্টো এলাকার মস্তান দিয়ে আমাকে প্রাণনাশের হুমকি দেয়।
এ ব্যাপারে গোলাফ মন্ডল ও আলমগীর হোসেন বলেন, আমার কাছে জমির কাগজপত্র আছে তাই আমি ঘর নির্মাণ করছি।
ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, আমি অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। তবে বিষয়টি এলাকার গণ্যমান্যদের নিয়ে বসে মীমাংসার কথা বলেছি।