৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / বিশেষ সংবাদ

ধুনটে লেয়ার খামারে মিলেছে প্রায় ৫০০ গ্রাম ওজনের ডিম

১১ এপ্রিল, ২০২৫

মুঞ্জরুল হক,
ধুনট উপজেলা (বগুড়া) প্রতিনিধি

ছবি: ৪০০ গ্রাম ওজনের ডিম

বগুড়ার ধুনটে লেয়ার খামারে মিলেছে ৪০০ গ্রাম ওজনের ডিম। গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) উপজেলার কালেরপড়া ইউনিয়নের হাঁসখালী গ্রামে সরকার লেয়ার খামারে এ ঘটনা ঘটে। এদিন সকালে খামারে ডিম সংগ্রহ করার সময় এমন অস্বাভাবিক ডিম শ্রমিকের নজরে পড়ে।

স্থানীয়রা জানায়, ঘটনার দিন সকালে খামারে একটি মুরগি প্রায় আধা কেজি ওজনের ডিম পেরেছে, এমন খবরে উৎসুক জনতা ভীড় করতে থাকে।

পাশের গ্রাম থেকে দেখতে আসা মোশারফ হোসেন নামের একজন জানান, আমি জীবনের প্রথম লেয়ার মুরগির এত বড় ডিম দেখলাম।

খামারের স্বত্বাধিকারী শ্রী গোবিন্দ সরকার জানান, আমি প্রায় ১০ বছর যাবৎ মুরগির খামারের ব্যবসা করি। পোল্ট্রি মুরগি দিয়ে ব্যবসা শুরু করলেও বর্তমানে লেয়ার মুরগি থেকে ডিম উৎপাদনের ব্যবসা করছি। হঠাৎ করেই আমার খামারে একটি মুরগি বড় আকৃতির অস্বাভাবিক ডিম পারে। পরে উৎসুক জনতা খামারে ভীড় করতে থাকে। তৎক্ষণাৎ আমি ডিমটি ওজন করি। ৪০০ গ্রাম ওজনের ডিম দেখার পর আমি মুরগিটি শনাক্ত করে স্বাস্থ্য পরীক্ষা করি। মুরগি সম্পূর্ণ সুস্থ ও স্বভাবিক রয়েছে।

স্থানীয় পশু চিকিৎসকরা জানায়, অনেক সময় কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া অথবা হরমোন জনিত কারণে এমনটা হতে পারে।

Related Article