৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
কৃষি ও প্রযুক্তি

ধুনটে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্ধোধন

১৪ মার্চ, ২০২৩

মুঞ্জরুল হক,
ধুনট উপজেলা (বগুড়া) প্রতিনিধি

ছবি: কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

বগুড়ার ধুনটে কৃষি প্রযুক্তি মেলার উদ্ধোধন হয়েছে। ১৪ মার্চ মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে উদ্ধোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। 

এর আগে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আসাদুজ্জামান, বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশা, ধুনট থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম। এসময় প্রশাসনিক কর্মকর্তাগন, শিক্ষক, শিক্ষার্থী, ও উপজেলার নানা শ্রেনি পেশার কৃষিজীবীরা উপস্থিত ছিলেন।

এদিকে মেলা উপলক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মেলার প্রাতিষ্ঠানিক ও কৃষকদের মোট ১৩টি ষ্টলে কৃষিতে ব্যবহৃত প্রযুক্তিগত যন্ত্রাংশ, বিভিন্ন কৃষি সবজি, গাছ ও মাটির উর্বর ক্ষমতা সম্পূর্ন নানা ধরনের সার প্রদর্শন করা হয়। 

মেলার উদ্ধোধন শেষে বিভিন্ন ষ্টল পরিদর্শন ও শিক্ষার্থী ও কৃষকদের মাঝে শুভেচ্ছা উপহার দেন প্রধান অতিথি।

Related Article