৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / অপরাধ

ধুনটে দম্পতিকে মারপিট করে স্বর্ণসহ নগদ অর্থ ছিনিয়ে নেয়ার অভিযোগ, আহত ১

৩০ এপ্রিল, ২০২৩

মুঞ্জরুল হক,
ধুনট উপজেলা (বগুড়া) প্রতিনিধি

ছবি: আহত আব্দুল আলিম

 বগুড়ার ধুনটে তানিয়া খাতুন ও আব্দুল আলিম দম্পতি কে মারপিট করে স্বর্ণসহ নগদ অর্থ ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তানিয়া খাতুন বাদি হয়ে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।

অভিযোগ সুত্রে জানা যায়, গত ২৯ এপ্রিল শনিবার সকালে পারিবারিক কলহের জের ধরে প্রতিবেশি মৃত জামাল উদ্দিন মন্ডলের স্ত্রী কুলছুম বেগম ও তার ছেলে আলামিন হাসান ওরফে কফিল, রাকিব হাসান ওরফে কাওসার পারিবারিক কলহের জের ধরে তানিয়া খাতুনকে গালিগালাজ করতে থাকে। 

তানিয়া খাতুনের স্বামী আব্দুল আলিম প্রতিবাদ করায়, তাকে পিটিয়ে আহত করে। এর এক পর্যায়ে আব্দুল আলিম মাটিতে পড়ে গেলে কোর্টের পকেট থেকে নগদ ৩ হাজার ৭শ টাকা ও তার স্ত্রীর তানিয়া খাতুনের গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় প্রতিপক্ষ। 

মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ায় তৎক্ষনাত আহত আব্দুল আলিমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ ঘটনায় আহত আব্দুল আলিমের স্ত্রী তানিয়া খাতুন বাদি হয়ে শনিবার রাতে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করে। 


ধুনট থানার উপ- পরিদর্শক এসআই  অমিত বিশ্বাস জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Related Article