৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ঢেউটিন ঔষধ ফার্ণিচার ও তিনটি মুদির দোকানে আগুনে ১৫লাখ টাকার ক্ষতি

২৯ সেপ্টেম্বর, ২০২২

এম এম হেলাল,
বার্তা সম্পাদক

ছবি: ছবি: আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

টাঙ্গাইলের কালিহাতীতে অগ্নিকান্ডে ঢেউটিন, ঔষধ, ফার্ণিচার ও তিনটি মুদির দোকানে আগুনে প্রায় ১৫লাখ টাকার ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। রতনগঞ্জ বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক লাট মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। 
২৯সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলার রতনগঞ্জ বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১৫লাখ টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। তবে কিভাবে আগুন লেগেছে তা নিশ্চিতভাবে জানাতে পারেননি তাঁরা।
রতনগঞ্জ বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক লাট মিয়া জানান, দুপুর আড়াইটায় বাজারের একটি দোকানে আগুন লাগে। মুহুর্তের মধ্যে ৬টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এতে একটি ঔষধ, একটি টিনের, একটি ফার্নিচারের ও তিনটি মনোহারি দোকান আগুনে পুড়ে যায়। স্থানীয়রা আগুন মোটামুটি নিয়ন্ত্রনে আনে। ফায়ার সার্ভিসকে জানানোর পর তারা ১৫মিনিটের মধ্যে পৌঁছে আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলে। 
কালিহাতী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা সিগারেট থেকে আগুনের সূত্রপাত হয়। আমরা পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন মোটমুটি নিয়ন্ত্রণে আনেন।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good