০৫ Jun, ২০২৩
ছবি: অতিথিবৃন্দ, বৃক্ষ বিতরণ ও রোপন
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বারপাখিয়া গ্রামে বারপাখিয়া তরুণ প্রজন্ম সংগঠনের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ রোপন ও বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে।
বারপাখিয়া তরুণ প্রজন্ম সংগঠনের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত)- মোঃ জুয়েল মিয়া'র সঞ্চালনায় ও বারপাখিয়া তরুণ প্রজন্ম সংগঠনের সভাপতি (ভারপ্রাপ্ত)- মোঃ আমানুল্লাহ খানের সভাপত্বিতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দেলদুয়ার সদর ইউনিয়ন ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও বারপাখিয়া তরুণ প্রজন্ম সংগঠনের উপদেষ্টা- মোঃ দেলোয়ার হোসেন, বারপাখিয়া তরুণ প্রজন্ম সংগঠনের উপদেষ্টা- মোঃ আবুল কালাম আজাদ, দেলদুয়ার উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি ও বারপাখিয়া তরুণ প্রজন্ম সংগঠনের উপদেষ্টা- মোঃ শাহজাহান মিয়া, সৈয়দ এনায়েত আলী হাফিজিয়া দারছিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক ও বারপাখিয়া তরুণ প্রজন্ম সংগঠনের উপদেষ্টা- মোঃ জাহাঙ্গীর হোসেন, বারপাখিয়া তরুণ প্রজন্ম সংগঠনের উপদেষ্টা- মোঃ সিরাজ সিকদার, দেলদুয়ার উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও বারপাখিয়া তরুণ প্রজন্ম সংগঠনের উপদেষ্টা- মোঃ মনিরুজ্জামান খান মনির, বাংলাদেশ গ্রাম পুলিশ ফেডারেশনের সভাপতি ও বারপাখিয়া তরুণ প্রজন্ম সংগঠনের উপদেষ্টা- মোঃ নজরুল ইসলামসহ স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গ।
আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ ছাত্র-ছাত্রী, মাদ্রাসার শিক্ষকবৃন্দ, বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিন, বিশিষ্ট ব্যবসায়ী, বারপাখিয়া তরুণ প্রজন্ম সংগঠনের শিক্ষা ও ছাত্রবৃত্তি সম্পাদক- মোঃ রাকিব মিয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক- সাব্বির হোসেন, রক্ত বিষয়ক সম্পাদক- আছাদ তুহিন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক- এস.এম সায়েমুলসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারপাখিয়া তরুণ প্রজন্ম সংগঠন এলাকার ৩টি বিদ্যালয়, ৯ টি মসজিদ, ৩টি কবরস্থান, ৫ টি সংগঠন, ১টি বাজারসহ এলাকার মানুষের মাঝে ৪০০ শত এর অধিক গাছ বিতরণসহ রোপন করে।
উক্ত অনুষ্ঠানে বক্তারা বৈশ্বিক উষ্ণতার ভারসাম্য রক্ষায় ও আগামী প্রজন্মের জন্য পরিবেশ বান্ধব বিশ্ব গড়তে প্রত্যেককে গাছ লাগানোসহ পরিবেশের ক্ষতিকারক কাজ রোধে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।