৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ডাকাতি স্বর্ণের খোঁজ মিললো ফেনীতে

২১ নভেম্বর, ২০২২

কামরুল আরেফিন,
ফেনী জেলা (ফেনী) প্রতিনিধি

ছবি: অভিযুক্ত নুর ইসলাম ও স্বর্ণ ব্যবসায়ী নরেশ মজুমদার।

ফেনীতে ডাকাতি স্বর্ণের খোঁজ মিলেছে। গতকাল রোববার সন্ধ্যায় ফেনী বাজারের গোপাল পট্টির মজুমদার স্বর্ণ শিল্পালয়ে সোনাগুলোর সন্ধান পায় পুলিশ। পরে উদ্ধারে গেলে স্বর্ণ ব্যবসায়ী নেতাদের হস্তক্ষেপে বিষয়টি নিয়ে তালবাহানা শুরু করে। এক পর্যায় পুলিশ, স্বর্ণের ক্রেতা- বিক্রেতা উভয়পক্ষকে নিয়ে বাংলাদেশ জুয়েলারী সমিতি, ফেনী জেলা শাখা অফিসে এিমুখী বৈঠকে বসে। প্রত্যক্ষদর্শীরা জানায়,  গত ২৬ অক্টোবর নোয়াখালীর সোনাইমুড়ী পূর্বপাড়া এলাকায় চাঁদমিয়া বেপারী বাড়িতে জাকির হোসেন মানিক নামে এক ব্যক্তির ঘরে ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতদল ৩০ ভরি স্বর্ণ, দুইটি ডায়মন্ড সেট, নগদ ছয়  লক্ষ টাকাসহ প্রায় ৩৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরে ডাকাতদল স্বর্ণগুলো বিক্রি করে নাঙ্গঁলকোট থানার বক্সাগঞ্জ বাজারের নাইমুল স্বর্ণ শিল্পালয়ে। 

এরপর  নাইমুল স্বর্ণ শিল্পালয়ের স্বওাধিকারী নুর ইসলাম ফের ১৫ ভরি স্বর্ণ ফেনী বাজারের গোপাল পট্টির মজুমদার স্বর্ণ শিল্পালয়ে বিক্রি করে থাকে। ঘটনায় অভিযুক্ত নুর ইসলাম গ্রেফতার হলে বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক কৃষ্ণ কুমার দাস,  সোনাইমুড়ী থানার উপ-পরিদর্শক বাছের উদ্দিন এবং ফেনী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ দোস্ত মোহাম্মদসহ তাকে নিয়ে স্বর্ণগুলো উদ্ধারে ফেনী বাজারের মজুমদার স্বর্ণ শিল্পালয়ে অভিযান চালালে ঘটনার সত্যতা মেলে। এসময় জানা যায় বিক্রিত স্বর্ণগুলি ৭০ হাজার টাকা করে ১৫ ভরি সোনা ক্রয় করেন নরেশ মজুমদার। যার বর্তমান মূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা। 
ফেনী জেলা জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক গোলাম ফারুক বাচ্চু এ ঘটনায় পুলিশের সাথে বৈঠকের বিষয় সত্যতা নিশ্চিত করেন। তিনি এ ঘটনার সমাধানের চেষ্টা চলছে বলে জানান।
ফেনীর পুলিশ সুপার জাকির হাসান জানান, বিষয়টি তিনি শুনেছেন, অধিকতর তদন্ত চলছে। ঘটনায় তথ্য-উপাওা যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্হা নেয়া হবে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good