৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
আন্তর্জাতিক / বিশেষ সংবাদ

ড. মোস্তফা ফয়সাল পারভেজ বিপুল ভোটে IIFSO এর মহাসচিব নির্বাচিত !

০১ মে, ২০২৩

সাবিক ওমর (সবুজ),
শাজাহানপুর উপজেলা (বগুড়া) প্রতিনিধি

ছবি: ড. মোস্তফা ফয়সাল পারভেজ

বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের, পলিপালাশ গ্রামের কৃতি সন্তান, তুরস্ক প্রবাসী 
ড. মোস্তফা ফয়সাল পারভেজ IIFSO এর সেক্রেটারি জেনারেল নির্বাচিত।

উল্লেখ্য যে, বিশ্বের ষাটের অধিক দেশের ১০৫টি ছাত্র ও যুব সংগঠন IIFSO (International Islamic Federation of Student Organizations) সদস্যপদ নিয়ে কাজ করছে। 

১৯৬৯ সালে প্রতিষ্ঠিত এই সংগঠন ছাত্র ও যুবকদের জাতিসংঘ বলে পরিচিত, সকল ইসলামিক সংগঠনের মাদার অর্গানাইজেশন হিসেবে কাজ করছে।
 

ইস্তাম্বুলে চলমান দুইদিনব্যাপী IIFSO General Assembly এর দ্বিতীয় দিনে অংশগ্রহণকৃত ৬০টি দেশের ছাত্র ও যুব প্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটে আগামী ৪ বছরের জন্য সেক্রেটারি জেনারেল নির্বাচিত ড. মোস্তফা ফয়সাল পারভেজ। 

Related Article