৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / শিক্ষা / অপরাধ

ছোট বাসালিয়া উচ্চ বিদ্যালয়ে নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

০৩ জানুয়ারী, ২০২৩

জুয়েল রানা,
স্টাফ রিপোর্টার

ছবি: ছোট বাসালিয়া উচ্চ বিদ্যালয়

টাঙ্গাইল সদর উপজেলার ছোট বাসালিয়া উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব অপারেটর পদে নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। নিয়োগ বাতিল করে পুনরায় নিয়োগের দাবি জানিয়েছে বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সদস্যসহ ওই এলাকার বাসিন্দারা।

জানা যায়, ছোট বাসালিয়া উচ্চ বিদ্যালয়টি ১৯৬৭ সালে এলাকার শিক্ষা বিস্তারের জন্য গ্রামবাসীর উদ্দ্যগে প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর থেকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যরা বিদ্যালয় ভালো ভাবে পরিচালনা করে আসছিলো। বর্তমান কমিটির সম্প্রতি নিয়োগে অনিয়ম এর ফলে এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসী এ নিয়োগ বাতিল করে পূনরায় স্বচ্ছ নিয়োগ পরীক্ষার মাধ্যমে অভিজ্ঞ কম্পিউটার ল্যাব অপারেটর পদে লোক নিয়োগের দাবি জানিয়েছেন। কম্পিউটার ল্যাব অপারেটর পদে নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগ এনে পরীক্ষায় অংশ গ্রহণকারী ছোট বাসালিয়া গ্রামের সাদিকুর রহমান জেলা প্রশাসক বরাবর অভিযোগ দিয়েছেন। সাদিকুরের দাবি নিয়োগ পরীক্ষা স্বচ্ছ প্রক্রিয়ার গ্রহন না করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে লোক নিয়োগ দেওয়া হয়েছে। তিনি উক্ত পরীক্ষা কার্যক্রমের সঠিক তদন্ত পূর্বক নিয়োগ পরীক্ষাটি বাতিলের দাবি করেছে।

লিখিত অভিযোগ থেকে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর ২২ ছোট বাসালিয়া উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর, আয়া, নিরাপত্তা প্রহরী পদে নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হয়। নিয়োগ পরীক্ষাটি বিদ্যালয়ে নেওয়ার কথা থাকলেও রহস্যজনক কারনে সন্তোষ ই.বি. সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে নেয়া হয়।

লিখিত অভিযোগে সাদিকুর রহমান উল্লেখ করেছেন, তিনি কম্পিউটার ল্যাব অপারেটর পদে প্রার্থী ছিলেন। পরীক্ষায় কম্পিউটার ল্যাব অপারেটর পদে নিয়োগের ক্ষেত্রে কোন ব্যাবহারিক পরীক্ষা নেয়া হয়নি। পরীক্ষার হলে বাহিরের কোন লোক না থাকার কথা থাকলেও ২০-২৫ জন প্রভাবশালী লোক উপস্থিত ছিলেন এবং তারা প্রভাবিত করেছেন। পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আগেই পূর্ব নির্ধারিত প্রার্থীদের কাছ থেকে বড় অংকের টাকা লেনদেন ও প্রশ্ন ফাঁসের কথা শোনা যায়। নিয়োগ বোর্ডের গুরুত্বপূর্ন সদস্য টাঙ্গাইল সদর মাধ্যমিক শিক্ষা অফিসার কৌশলগত কারনে অনুপস্থিত ছিলেন বলে তিনি তার অভিযোগে উল্লেখ করেছেন। তিনি উক্ত পরীক্ষা বাতিল করে পুনরায় স্বচ্ছ পরীক্ষা গ্রহনের দাবি জানান।

বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য লিয়াকত আলী জানান, তিনি নিয়োগ কমিটির কিছু না। তিনি ওই এলাকার একজন বাসিন্দা। নিয়োগের বিষয়ে তিনি জানান, প্রার্থীর কাছ থেকে অনুদান নিয়ে বিদ্যালয়ের মসজিদে কাজ করছে।

কবির হোসেন জানান, তিনি বিগত সময়ে এ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ছিলেন। তিনি শুনেছেন অনিয়ম করে লোক নিয়োগ দিয়ে স্কুলের মসজিদের ফ্লোর ও বাউন্ডারির কাজ করেছেন। তিনি এ নিয়োগ বাতিল করে মেধা সম্পন্ন লোক নিয়োগের দাবি তোলেন। তিনি আরো বলেন, স্কুলের ব্যবস্থাপনার ত্রুটির কারনে ক্রমশ শিক্ষার্থী কমে যাচ্ছে।

ছোট বাসালিয়া উচ্চ বিদ্যালয়ের বর্তমান ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি ও নিয়োগ বোর্ডের সদস্য সামছুল হক জানান, অনিয়মের বিষয়টি তিনি জানেন না। তবে বিদ্যালয়ের সভাপতি মসজিদের উন্নয়নমূলক কাজ করেছেন। তিনি আরো বলেন, নিয়োগ বোর্ডের আরেক সদস্য মাধ্যমিক শিক্ষা অফিসার উপস্থিত না থেকে তার প্রতিনিধি পাঠিয়ে ছিলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল আলীম জানান, নিয়োগের অনিয়মের কথা অস্বীকার করে বলেন আপনি ফোনে কথা না বলে সাক্ষাতে কথা বলার আহ্বান জানান।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হযরত আলী নিয়োগে অনিয়ম হয়নি এ কথা জানিয়ে বলেন, মসজিদের সভাপতি হিসেবে উন্নয়ন করেছি। নিয়োগ বোর্ডে মাধ্যমিক শিক্ষা অফিসার উপস্থিত ছিলেন না একথার জবাবে তিনি বলেন, তিনি পরে এসেছিলেন।

Related Article