২০ Jun, ২০২৩
ছবি: প্রাণিসম্পদ দপ্তরের নগদ অর্থ বিতরণের সময়
সুনামগঞ্জের ছাতক উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এবং প্রাণিপুষ্টির উন্নয়নে উন্নতজাতের ঘাসচাষ সম্প্রসারণ ও লাপসই প্রযুক্তি প্রকল্পের অর্থায়নে ১০ জন ঘাস চাষীদের মধ্যে ৫ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে শহরের কলেজ রোডস্থ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে এক অর্থ বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন ডা. ইমান আল- হোসাইন।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সম্প্রসারণ কর্মকর্তা ডা.সুমন আচার্য,ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি সাকির আমিন, হাওর বাঁচা ও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী প্রমূখ।
এছাড়াও অনুষ্ঠান শেষে ২০২২-২৩ অর্থ বছরের সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক ও জীবন মান উন্নয়নের লক্ষ্য সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দুটি পরিবারের মধ্যে গরু হৃষ্টপুষ্ট করণ প্যাকেজ ও গৃহ নির্মান উপকরণ বাবদ ৭ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপকার ভোগী দের মধ্যে উপস্থিত ছিলেন খলিল খা,সুনারা বেগম, শফিক মিয়া,নাজমা বেগম, আমির আলী, আশকর আলী, শুরতুন নেছা,ইব্রাহিম আলী, নেপু মিয়া ও জান্নাতুন নাহার।
Good news
Good