১০ Jul, ২০২৩
ছবি: প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান
সুনামগঞ্জের ছাতকে স্যাটেলাইট চ্যানেল এনটিভির ২১ বছর পূর্তি উপলক্ষ্যে এক প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করা হয়। রোববার বিকেলে পৌর শহরের রোকেয়া ম্যানশনস্থ ছাতক প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনটিভি দর্শক ফোরামের উপদেষ্টা ও ছাতক প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদার।
এনটিভি ইউরোপ'র উপজেলা সংবাদদাতা ও প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম হিরনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন মোহাম্মাদ মাঈনুল জাকির, প্রধান বক্তার বক্তব্যে রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও ভেটেরিনারি সার্জন ডা. ইমান আল হোসাইন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও জাবা মেডিকেল সেন্টারের চেয়ারম্যান দ্বাদশ জাতীয় সংসদে সদস্য পদ প্রার্থী জাহাঙ্গীর আলম, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী আলী আসগর সোহাগ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, ছাতক অনলাইন প্রেসক্লাবরের সভাপতি সাকির আমিন, সুনামগঞ্জ জেলা জাপার সদস্য মাহবুব আহমদ নিউটন।
আরো বক্তব্য রাখেন ছাতক প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক শাহ মোহাম্মদ আখতারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক কাজি রেজাউল করিম রেজা, অর্থ সম্পাদক আতিকুর রহমান মাহমুদ, প্রচার-প্রকাশনা সম্পাদক জুনাইদ আহমদ, সদস্য নুর উদ্দিন, শাহ মো: আলী মুজিব, নাজমুল ইসলাম, মোশাহিদ আলী, আরিফুর রহমান মানিক, লুৎফুর রহমান শাওন প্রমুখ।অনুষ্ঠানে সাংবাদিক, সাহিত্যিক ও বিভিন্ন সংগঠন সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা এনটিভির পরিচালনা পর্ষদ, সাংবাদিক, শুভানুধ্যায়ী ও কলাকুশলীসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচছা এবং এনটিভি'র উত্তরোত্তর সফলতা কামনা করেন।সভা শেষে কেক কেটে এনটিভির ২১ বছরে পদার্পন অনুষ্ঠান পালন করা হয়।
Good news
Good