৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ছাতকে সৎ সঙ্গ ও নাম সংকীর্তন অনুষ্ঠান সম্পন্ন

০৮ সেপ্টেম্বর, ২০২৩

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছাতকে সৎ সঙ্গ ও নাম সংকীর্তন অনুষ্ঠান সম্পন্ন

ছাতকে সৎ সঙ্গ ও নাম সংকীর্তন অনুষ্ঠান সম্পন্ন।


সুনামগঞ্জের ছাতকে যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ ১৩৬ তম আবির্ভাব বর্ষ ও ভাদ্র পরিক্রমা ২১ তম দিবস উদযাপন উপলক্ষে পরম দয়ালের সৎ সঙ্গ ও নাম সংকীর্তন অনুষ্ঠান বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের মন্ডলী ভোগস্থ সৎ সঙ্গ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। 

রাম কৃষ্ণ ভট্টাচার্য এস পি আর এর সভাপতিত্বে ও সৎসঙ্গী শিক্ষক গোবিন্দ মোহন সরকারের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারতের মেঘালয় রাজ্যের সহ- প্রতিঋত্বিক শ্রী তাপস পাল। স্বাগত বক্তব্য রাখেন স্বস্থিনি লিটন রঞ্জন চন্দ। 

এসময় অনু্ষ্টানে উপস্থিত ছিলেন ছাতক সৎ সঙ্গ কেন্দ্রর সভাপতি মানিক চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দাস, শিক্ষক জীবেশ চক্রবর্তী,চিত্ত রঞ্জন দাস,শিক্ষক অমরেশ সরকার সঞ্জু, ব্যবসায়ী তপন পাল, ঝলক দাস,অসিত চন্দ,চম্পু দত্ত,প্রনব চৌধুরী,কৃপেশ চন্দ,ব্যবসায়ী মিশন চন্দ মিশু, পিযুষ দাস,অঞ্জন দাস,অদিন হীন তপু,অপু মালাকার, বাবুল দেবনাথ, লিটন দাস,জয়কুমার চন্দ, রুহিত চন্দ প্রমূখ। 

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good