২৯ জানুয়ারী, ২০২৫
ছবি: ছাতকে শিক্ষার মান উন্নয়নে ছাত্র দের সাথে সেনাবাহিনীর মতবিনিময় সভা
ছাতকে শিক্ষার মান উন্নয়নে ছাত্র দের সাথ সেনাবাহিনীর মতবিনিময় সভা।
সুনামগঞ্জের ছাতকে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্য ও শহর পরিস্কার রাখা সহ নানা বিষয় নিয়ে ছাত্র -ছাত্রী দের সাথে সেনাবাহিনীর কর্মকর্তা দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে সেনাবাহিনীর ছাতক ইউনিটের অধিনায়ক মেজর মোহাম্মদ আল- জাবির আসিফ পিএসসি এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আবু নাছির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবি পুলিন রায়।ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন।
ছাত্র দের মধ্যে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজর ছাত্র মতিউর রহমান প্রমূখ।সভাপতির বক্তব্য মেজর মোহাম্মদ আল- জাবির আসিফ বলেন দেশ প্রেমিক সেনাবাহিনী সমাজের সকল শ্রেণী পেশার মানুষের জন্য কাজ করতে চায়। ছাতকের শিক্ষা, চিকিৎসা, শহর পরিস্কার, পানি নিষ্কাশন, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন সহ নানা সমস্যার বিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের সাথে আলাপ আলোচনার মাধ্যমে ছাত্র -ছাত্রীদের সহযোগিতা নিয়ে এসব সমস্যার সমাধানের লক্ষ্যে কাজ করে যাব।
Good news
Good