৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ছাতকে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন

১৮ এপ্রিল, ২০২৪

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছাতকে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন


সুনামগঞ্জের ছাতকে “ প্রাণিসম্পদে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্ধোধনী এবং সমাপনী অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে শহরের রেলওয়ে মাঠে দিন ব্যাপী এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ অফিসার ও উপজেলা ভেটেরিনারি হাসপাতালের ডা.ইমান আল- হোসাইন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  ভার্চুয়ালি বক্তব্য রাখেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

প্রদর্শনী স্থলে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান।উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তাফা মুন্নার সভাপতিত্বে ও ইউ আর সি মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু শাহাদাত মোহাম্মদ লাহিন মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবি পুলিন রায়, সফল খামারি ফয়সাল ডেইরি ফার্মের সত্তাধীকারি পুরস্কার বিজয়ী ফয়সাল আহমদ। 

বিশেষ অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, শিক্ষক মুর্শেদা আক্তার পান্না, খামারি প্রফেসর মতিউর রহমান, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন, ক্ষুদ্র ও কৃষক ফাউন্ডেশনের ম্যানেজার তোফাজ্জল হোসেন,উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সম্প্রসারন কর্মকর্তা সুমন আচার্য্য,ভেটেরিনারি ফিল্ড এসিস্ট্যান্ট অমিতাব সরকার,শাহরিয়ার আহমদ, এস এ এল ও আলমগীর হোসেন, দ্বিজেন্দ্র লাল চক্রবর্তী,এল এফ এ মেহেদী হাসান, ভেকসিনেটর জাকির হোসেন প্রমূখ।

প্রদর্শনী অনুষ্ঠান স্থলে ৩২ টি স্টল অংশগ্রহণ করে অনুষ্ঠান শেষে বিজয়ী দের মধ্যে পুরষ্কার ও ক্রেষ্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআান থেকে তেলাওয়াত করেন এল এফ এফ ইমান আলী ও গীতা পাঠ করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস। আলোচনা সভা শেষে ডা.ইমান আল- হোসাইন দোয়ারাবাজার উপজেলায় অতিরিক্ত দ্বায়িত্ব পালন করতে প্রদর্শনী অনুষ্ঠানে যান।
 

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good