৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ছাতকে নোয়ারাই ইউনিয়নের লক্ষিবাউর এলাকায় বন্যায় ক্ষতি গ্রস্তদের সরকারি সহযোগিতা কামনা।

২২ Jun, ২০২৪

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছাতকে নোয়ারাই ইউনিয়নের লক্ষিবাউর এলাকায় বন্যা ক্ষতিগ্রস্ত দের সরকারি সহযোগিতা কামনা।

 

ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য হাজী সাদিক মিয়া নিজ ওয়ার্ডের লক্ষিবাউর , কাড়ইল গাঁও গ্রামের বন্যা কবলিত মানুষের বাড়ি-বাড়ি গিয়ে তাদের খোঁজ খবর নিয়েছেন।শনিবার পানি নেমে যাওয়ার সময় তিনি  বন্যা কবলিত মানুষের বাড়িতে নৌকা যোগে গিয়ে সকল পরিবারের খোঁজ খবর নেন।

হাজী সাদিক মিয়া জানান,তার ওয়ার্ডের জনসাধারণ বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রায় সব পরিবারের 

বসতঘরে বন্যার পানি ঢুকেছে। অনেক গুলো কাঁচা ঘর

বিধ্বস্ত হয়ে পড়েছে। ঘরের মধ্যে মাচা তৈরি করে অনেক 

পরিবার বসবাস করছেন। 

বন্যায় সাধারণ মানুষের জীবন যাত্রা কঠিন হয়ে পড়েছে।

ঘরে মালামাল থাকার কারণে বন্যা আশ্রয় কেন্দ্রে তারা যেতে নারাজ। কষ্ট করেই নিজ ঘরে নির্ঘুম রাত্রি যাপন করে যাচ্ছেন। 

বন্যার পানিতে তলিয়ে কাঁচাঘর বিধ্বস্ত ছাড়াও অনেক মালামাল ভেসে গেছে মানুষের। বন্যায় এই ওয়ার্ডের লোকজন বেশ ক্ষতিগ্রস্থ হয়েছেন। ইউপি সদস্য হাজী সাদিক মিয়া ক্ষতিগ্রস্তদের জন্য সরকারি সহযোগিতা 
 

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good