৩১ অক্টোবর, ২০২৪
ছবি: অনুষ্ঠিত কর্মি সমাবেশ
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা ও পৌর শাখা খেলাফত মজলিসের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে ছাতক শহরের মন্টু বাবুর খেলার মাঠে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় খেলাফত মজলিসের নায়েবে আমীর প্রিন্সিপাল মাওলানা শায়েখ মজদুদ্দীন আহমদ।
পৌর খেলাফত মজলিসের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা জহির আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কে এম সোলাইমান আহমদ তালুকদার ও হাফিজ মাওলানা উমায়রুল ইসলাম লস্করের যৌথ পরিচালনায় সমাবেশটি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এ বি এম সিরাজুল মামুন, সিলেট জোনের সহকারী ইনচার্জ অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল হান্নান, জেলা সভাপতি শায়েখ মাওলানা ইমাম উদ্দিন, সহ-সভাপতি মাওলানা আকিক হোসাইন ও মাওলানা সদরুল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাওলানা মঈনুল হক, মাওলানা দ্বীন মোহাম্মদ, এনামুল হক আলী, প্রিন্সিপাল হাফিজ মাওলানা আব্দুল হাই, সিলেট মহানগর সহ-সভাপতি কে এম আব্দুল্লাহ আল মামুন, জেলা যুব মজলিসের সভাপতি ফারুক আহমদ জাবেদ, জেলা শ্রমিক মজলিসের আহ্বায়ক মাওলানা ফারুক আহমদ, জেলা ছাত্র মজলিসের সভাপতি আব্দুর রহমানসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আলী আজমান। বিভিন্ন ইউনিয়ন থেকে খেলাফত মজলিসের কর্মীরা ব্যানার ও ফ্যাস্টুন নিয়ে মিছিল সহকারে সভাস্থলে উপস্থিত হন। সভার শেষ অংশে প্রধান অতিথির দোয়া পরিচালনার মাধ্যমে কর্মী সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।
Good news
Good