১২ Jul, ২০২৪
ছবি: ছাতকে জুয়া খেলার আসরে বাধা দেওয়ায় যুবকের উপর হামলা মহিলা সহ আহত ৫ জন।
সুনামগঞ্জের ছাতকে জুয়া খেলার আসরে বাধা নিষেধ দেওয়ায় যুবকের উপর হামলা মহিলা সহ আহত হয়েছেন অন্তত ৫ জন।
জানাযায় ছাতক -গোবিন্দগঞ্জ সড়কের শিখা সতের এর কাছে লালপুল নামক স্থানে একটি দোকানের ভেতরে দীর্ঘদিন ধরে কতিপয় লোকজন জুয়ার আসর বসানোয় এলাকার যুবক ও কিশোরেরা মাদক ও জুয়া খেলায় আসক্ত হওয়ায় পরিবেশ নষ্ট হয়ে পড়েছে।
রোববার বিকেলে উপজেলার কালারুকা ইউনিয়নের গৌরী পুর গ্রামের মজমিল মিয়ার ছেলে হুসাইন মিয়া জুয়া খেলার আসরে বাধা দিলে একই গ্রামের কামাল উদ্দিনের ছেলে রহমান মিয়া দেশীয় অস্ত্র শস্ত্র লাঠি সুটা ও রড দিয়ে হুসাইন মিয়ার উপর আঘাত করলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে।
এসময় হুসাইনের মা রাজিয়া বেগম ও ভাই সাবিল মিয়া তাকে উদ্ধার করতে আসলে তারা ও হামলার শিকার হন।
পরে স্থানীয় লোকজন ৩ জনকে ঘটনাস্থল হতে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গুরুতর আহত ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেন।
হুসাইনের পিতা মজমিল মিয়া বাদি হয়ে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দিলে শুক্রবার সকালে ছাতক থানার অফিসার ইনচার্জ শাহ আলম জানান জুয়া ও মাদকের বিরুদ্ধে পুলিশ অভিযান চলছে বিষয়টি গুরুত্বের সাথে দেখা হবে।