০২ নভেম্বর, ২০২৪
ছবি: জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা।
সুনামগঞ্জের ছাতকে জাতীয় সমবায় দিবস উপলক্ষে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“ সমবায়ে গড়ব দেশ বৈষম্যহীন বাংলাদেশ ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার সকালে উপজেলা চত্বরে পতাকা উত্তোলন শেষে উপজেলা শিক্ষক মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত ও সহকারী কমিশনার ভূমি আবু নাছির।
উপজেলা সমবায় কর্মকর্তা কাজী মুহাম্মদ মহসিনের সভাপতিত্বে ও সহকারি পরিদর্শক রজত কান্তি দাসের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষি বিদ মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ভারপ্রাপ্ত প্রনব লাল দাস, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন।
অন্যান্য দের মধ্যে বক্তব্য রাখেন একতা বালি উত্তোলন ও সরবরাহ কারি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তার,ব্যবসায়ী মঈন উদ্দিন, গ্রাম কর্মী রবিউল আলম। এসময় সভায় উপস্থিত ছিলেন ছাতক সিমেন্ট কারখানা শ্রমিক কর্মচারী সমবায় সমিতি লিমিটে ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ সরওয়ার খান, হিসাব রক্ষক খোরশেদ আলম, ছাতক বাজার ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির এডহক কমিটির সভাপতি বাবুল মিয়া প্রমূখ।সভার শুরুতে পবিত্র কোরআান থেকে তেলাওয়াত করেন সমবায়ী রশিদ আহমদ। গিতা পাঠ করেন রজত কান্তি দাস।
Good news
Good