১০ ফেব্রুয়ারী, ২০২৫
ছবি: ছাতকে জাবা নার্সিং ইনস্টিটিউট বহুতল ভবনের পাইলিং কাজের উদ্বোধন।
ছাতকে জাবা নার্সিং ইনস্টিটিউট বহুতল ভবনের পাইিলং কাজের উদ্বোধন।
সুনামগঞ্জের ছাতক পৌর শহরের রহমত বাগস্থ জাবা নার্সিং ইনস্টিটিউটের বহুতল ভবনের পাইলিং কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে পাইলিং কাজের উদ্বোধন করেন জাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আলম। দোয়া পরিচালনা করেন রহমত বাগ জামে মসজিদের ইমাম মাওলানা ইসলাম উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন, প্রকৌশলী আরিফুর রহমান, হাজী সুন্দর আলী, কামরুল ইসলাম, আমজাদ হোসেন, কামাল উদ্দিন প্রমূখ।উদ্বোধন কালে জাবা ফাউন্ডেশনের প্রতিষ্টাতা ও চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আলম বলেন এ ভবনটি নির্মান কাজ সম্পন্ন হলে এখানে জাবা নার্সিং ইনস্টিটিউটে,জাবা কোরআনিক গার্ডেন,জাবা কিডস একাডেমি সহ নানা সেবা মুলক প্রতিটান গুলো স্থাপন করা হবে। এখান থেকে প্রশিক্ষন নিয়ে শিক্ষার্থীরা মানব সেবায় নিজেকে নিয়োজিত রাখলে আমার স্বপ্ন সার্থক হবে। সেবা মুলক কাজে বিনিয়োগ করছি মুলত মানব কল্যাণে মানুষকে উদ্ভোদ্দ করতে।তাই আসুন নিজের অবস্থান থেকে কাজ করে সকলের সহযোগিতায় প্রতিষ্টান গুলোকে এগিয়ে নেই। মহৎ উদ্যোগ আর সৎ মানুষিকতা নিয়ে কাজ করলে সফল হওয়া সম্ভব।
Good news
Good