০৪ অক্টোবর, ২০২৪
ছবি: ছাতকে দুর্গাপূজাঁ উদযাপন উপলক্ষে উপজেলা প্রসাশনের মতবিনিময় সভা
সুনামগঞ্জের ছাতক উপজেলার মন্ডপ গুলোতে পালন করা হবে শারদীয় দুর্গোৎসব। মন্ডপে-মন্ডপে এখন প্রতিমা তৈরীর কাজ চলছে। পুঁজা পালনের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
এ দিকে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় বড় উৎসব দুর্গাপূঁজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পালনের লক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে পুঁজামন্ডপ পরিচালনা কমিটি,বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ,হিন্দু সমাজের নেতৃবৃন্দ,ঈমাম,প্রশাসনিক কর্মকর্তা,সাংবাদিক ও সুধীজনের সাথে এক মতবিনিময় সভা শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা মুন্নার
সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক সেনা ইউনিটের অধিনায়ক মেজর মোহাম্মদ আল- জাবির আসিফ পিএসসি।
আরো বক্তব্য রাখেন,উপজেলা স্বাস্থ্যও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী,ছাতক থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান,আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল কাদির,
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে এম মাহবুব রহমান,হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার সভাপতি অধ্যাপক (অব.) হরিপদ রায়,সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু হুরায়রা সুরত,জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শামসুর রহমান শামছু, ছাতক উপজেলা পুঁজা উদযাপন পরিষদের সভাপতি,জাউয়াবাজার কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মনিশংকর ভৌমিক,
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিফজুল বারী শিমুল, সাবেক কাউন্সিলর ও জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সহ সম্পাদক জসীম উদ্দিন সুমেন,
ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম,
উপজেলা জামায়াতের সেক্রেটারি মাও.জাকির হোসেন,
পৌর জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমেদ, উপজেলা পুঁজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল রায়,
হেফাজতে ইসলাম ছাতক শাখার সহ সভাপতি মাওলানা ফজলুর রহমান,সেক্রেটারীমাওলানা আবুল কালাম,ছাত্র সমন্বয়ক সাইদুর রহমান সাইদ, হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পুঁজা কমিটির পরিমল দেবনাথ অরুন দাস,অরুন অধিকারী,দোলন তরফদার, বিজয় রায়,রঞ্জন কুমার দাস,ব্রজেন্দ্র সিংহ,গনেশ পোদ্দার, তপন পাল,সুজন দেবনাথ,অঞ্জন দাস,অজিত পাল প্রমুখ।
এসময় ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন, ছাতক পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহি,হাসনাবাদ মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিম ও বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল কাদির, মাওলানা শওকত আলী,পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক
শংকর কুমার দাস,
উপজেলা পূজাঁ উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী অধির মালাকার, ছাত্র সমন্বয়ক রাকিব উদ্দিন ,
জুবায়েদ আহমেদ সহ প্রশাসনের কর্মকর্তা,সেনাবাহিনী, ফায়ার সার্ভিস কর্মকর্তা,সাংবাদিক ও সুধীজন উপস্থিত
ছিলেন।
Good news
Good