২০ মার্চ, ২০২৪
ছবি: ছাতকে ডাকাতির প্রস্তুতি কালে আব্দুল জলিল নামে একজন আটক
সুনামগঞ্জের ছাতকে ডাকাতির প্রস্তুতি কালে আব্দুল জলিল নামের এক ডাকাতকে অস্ত্র সহ আটক করেছে পুলিশ। গত ৯ মার্চ রাতে নোয়ারাই ইউনিয়নের লক্ষিবাউর বাজারের আব্দুস শহিদ মার্কেটের দক্ষিণ পাশের বাউন্ডারি সংলগ্ন খোলা জায়গা থেকে তাকে আটক করা হয়।
এসময় পুলিশ ডাকাতদের ব্যবহারের রামদা,চায়নিজ কোড়াল,ছুরি,লোহার রড,সাবল সহ বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র উদ্ধার করেছে। ডাকাতির প্রস্তুতি কালে আটক আব্দুল জলিল নোয়ারাই ইউনিয়নের লক্ষিবাউর গ্রামের আশক আলীর ছেলে।
পুলিশ জানিয়েছে,রাতে ছাতক শহর সংলগ্ন বঙ্গবন্ধু গোল চত্ত্বর এলাকায় অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দ্রুত লক্ষিবাউর বাজারে অভিযান চালিয়ে তারা এক ডাকাতকে আটক করতে সক্ষম হয়। এসময় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো তারা।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ১২/১৩ জন ডাকাত অস্ত্র- সস্ত্র ফেলে পালিয়ে যায়। আব্দুল জলিল কে আটকের পর ঘটনাস্থল থেকে অনেকগুলো দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় ছাতক থানার এস আই সঞ্জয় সরকার (বিপি-নং ৭৮৯৯০১৯৪৫৫) বাদী হয়ে আটক একজন সহ ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৩/৪ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন। ছাতক থানার মামলা নং ০৯/২৪(০৩),০৯/৪১ তারিখ ১০.০৩.২০২৪ ইং।
মামলার নামাংকিত আসামিরা হলেন,নোয়ারাই ইউনিয়নের লক্ষিবাউর গ্রামের আশক আলীর পুত্র আব্দুল জলিল, আব্দুল হেকিমের পুত্র আনর মিয়া,বেতুরা গ্রামের সন্তু মিয়ার পুত্র ইকবাল হোসেন, আব্দুর রহিমের পুত্র নাজমুল হোসেন, মির্জাপুর গ্রামের ফিরোজ আলীর পুত্র নাজিম উদ্দিন,ইসলাম
পুর ইউনিয়নের হাদা চানপুর গ্রামের হানিফ আলীর পুত্র সুন্দর আলী,গণেশপুর ছড়ার পার গ্রামের এলাইছ মিয়ার পুত্র ইয়াহইয়া,ছাতক পৌর সভার ভাসখলা গ্রামের রশিদ আলীর পুত্র জনি মিয়া,আকবর আলীর পুত্র পারভেজ মিয়া, ইদ্রিস আলীর পুত্র কাইয়ুম মিয়া ও চরেরবন্দ গ্রামের আব্দুল খালেকের পুত্র আলেক মিয়া।
পুলিশ জানায় মামলার আসামিরা ছাতকের সড়ক পথ,নৌ- পথ ও বাসাবাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত। এ চক্র রাস্তা- ঘাটে ছিনতাই ও চাদাবাজি করে থাকে। ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আটক আব্দুল জলিলকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Good news
Good