২৪ Jun, ২০২৪
ছবি: ছাতকে ছাগল পালনে বি আর ডি বির ৩দিন ব্যাপী প্রশিক্ষন
সুনামগঞ্জের ছাতকে ছাগল পালনের উপর বি আর ডি বির পল্লী জীবিকায়ন প্রকল্পের আওতায় ৪০ জন মহিলার মধ্যে ৩ দিন ব্যাপী প্রশিক্ষন উদ্বোধন করেন বি আর ডি বির সুনামগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ সরোয়ার মাহফুজ ।
সোমবার সকালে উপজেলা পল্লী উন্নয়ন অফিসের হলরুমে ৩ দিন ব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তাফা মুন্না ।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রনব লাল দাসের সভাপতিত্বে ও পজিকের উপ-প্রকল্প কর্মকর্তা নির্মল কুমার মন্ডলের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ও প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ভারপ্রাপ্ত ডা. ইমান আল- হোসাইন।
উপস্থিত ছিলেন ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন, বি আর ডি বির মাঠ সংগঠক বিদুষ কুমার বর্মন। প্রশিক্ষনার্থী দের মধ্যে উপস্থিত ছিলেন হুসনা বেগম, সাহেলা বেগম, সুফিয়া বেগম, রুকসানা বেগম, রাজিয়া বেগম, নাজমা বেগম, শুকুর বি,পারুল বেগম, সাহানা বেগম প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তাফা মুন্না বলেন প্রশিক্ষন গ্রহন করে লক্ষ্য থাকতে হবে ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিষ্ঠান গড়ে তুলে নিজেকে আর্থীক ভাবে সাবলম্বি করে এলাকার উন্নয়নে কাজ করে দেশের মানুষের কল্যানে এগিয়ে আসা।তবেই এ প্রশিক্ষন সরকার এবং নিজের জন্য সার্থক ও সফল হবে।
সরকার দেশের বেকারত্ব দুরি করেনে নানা বিষয়ের উপর প্রশিক্ষনের উদ্যোগ গ্রহন করেছে।
Good news
Good