৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ছাতকে বনবিটের বৃক্ষ রোপণ কর্মসূচিতে ১লাখ ২৫ হাজার চারাগাছ রোপণ।

২৩ এপ্রিল, ২০২৫

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছাতকে বনবিটের বৃক্ষ রোপণ কর্মসূচিতে ১ লাখ ২৫ হাজার চারাগাছ রোপণ।

ছাতকে বনবিটের বিক্ষ রোপন কর্মসূচীতে ১ লাখ ২৫ হাজার চারা রোপণ।

সুনামগঞ্জরেঞ্জের ছাতক বনবিট কার্যালয়ের উদ্যোগে ১৩০ একর জায়গার উপর ১ লাখ ২৫ হাজার চারাগাছ লাগাতে অনুন্নয়ন প্রকল্পের আওতায় বুধবার সকালে ইসলাম পুর ইউনিয়নের হাদাটিলায় সরকারি সংরক্ষিত বনায়ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আবু নাছির, সুনামগঞ্জ রেঞ্জ কর্মকর্তা সাদ উদ্দিন আহমেদ, ছাতক থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ,  ছাতক বনবিট কর্মকর্তা মোহাম্মদ আইয়ূব খান,ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট সূফি আলম সোহেল, ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য বাবুল মিয়া, সুনামগঞ্জ জেলা ছাত্র সমন্বয়ক এহসানুল মাহবুব জুবায়ের প্রমূখ।উল্লেখ্য সামাজিক নবায়নের এ কর্মসূচীতে স্থানীয় লোকজন বাঁধা দিলে তাৎক্ষণিক ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট সূফি আলম সোহেল উপস্থিত হয়ে নিজ দায়িত্বে তাদের সাথে আলোচনা করে বিষয়টি মিমাংসা করে দেন। এসময় একটি উপকার ভোগী বাছাই কমিটি গঠন করে দেন এডভোকেট সূফি আলম সোহেল। বাছাই কমিটিতে রয়েছেন স্থানীয় মুরব্বি আয়না মিয়া,আব্দুস সোবহান, দিলোয়ার ইসলাম ও ইনু মিয়া।সামাজিক বনায়ন কর্মসূচীর ৪৫ ভাগ উপকারভোগী,৪৫ ভাগ সরকারি রাজস্ব ও ১০ ভাগ থাকবে ভবিষ্যৎ বনায়নের জন্য। ##
 


 

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good