৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ছাতকে ৮ গ্রামবাসীর উদ্যোগে বাঁশের সেতু নির্মান, শীঘ্রই স্থায়ী সেতু নির্মানের দাবি

১৩ Jun, ২০২৪

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছাতকে ৮ গ্রামবাসীর উদ্যোগে বাঁশের সেতু নির্মান।শীঘ্রই স্থায়ী সেতু নির্মানের দাবি

 

সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নে বোকা নদীতে একটি বাঁশের সেতু  নির্মাণ করেছেন এলাকার ৮ গ্রামের মানুষ। স্কুল,কলেজ ও মাদ্রাসার শত-শত শিক্ষার্থী এবং এলাকার মানুষের যাতায়াত সুবিধার জন্য চরমহল্লা ইউনিয়নের হাসন নগর,স্বাধীন নহর, 

মজুমদারীচর,আব্দুল্লাচর,ছনুয়া,প্রথমাচর, চরদুলভ ও মাটিয়ারচর গ্রামের লোকজন উদ্যোগ নিয়ে এলাকায় চাঁদা আদায়ের মাধ্যমে বাঁশের একটি সেতু  নির্মাণ করেছেন। সংশ্লিষ্টদের দাবি সেতুটি, নির্মান করতে প্রায় ৩ লক্ষ টাকা ব্যয় হয়েছে। 

বাঁশের এই সেতু নির্মাণের ফলে এলাকার শিক্ষার্থী এবং কয়েক হাজার মানুষের যাতায়াত সুবিধা বৃদ্ধি পেয়েছে।   চরমহল্লা ইউনিয়নের দারুল উলুম আশাকাচর মাদ্রাসার পাশে বোকা নদীতে বাঁশের এই সেতুটি  নির্মাণে উদ্যোগক্তাদের মধ্যে রয়েছেন সাবেক ইউপি সদস্য হারিছ আলী,

আওয়ামী লীগ নেতা আব্দুল হাই,কামাল মজুমদার, আসমত আলী, ফারুক আহমদ, আব্দুল হাসিম।ইউপি সদস্য ও ছাতক অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি অজিত কুমার দাস জানান দীর্ঘদিন ধরে এই এলাকার লোকজনের প্রাণের দাবি বোকা নদীর ওপর একটি সেতু নির্মানের।

মাননীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক যেভাবে ছাতক-দোয়ারার যোগাযোগ ব্যবস্থায় গুরুত্ব দিয়েছেন এতে আমরা আশাবাদী এখানে একটি স্থায়ী সেতু নির্মানে উদ্যোগী হবেন। 

চরমহল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূর মিয়া জানান আমার ইউনিয়নের মানুষ আন্তরিক থাকায় বাঁশের সেতু নির্মানে সক্ষম হয়েছেন। আমি সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে আবেদন করে এখানে শীঘ্রই একটি স্থায়ী সেতু নির্মানের ব্যবস্থা করবো। 

ইউনিয়নের কয়েকটি গ্রাম এলাকার মানুষের যাতায়াত সুবিধার জন্য চরমহল্লা ইউনিয়নের বোকা নদীতে একটি সেতু  নির্মাণ প্রয়োজন।এলাকার বাসিন্দারা বোকা নদীতে

একটি সেতু  নির্মাণের জন্য সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক সহ সংশ্লিষ্ট সকলের প্রতি দাবি জানিয়েছেন।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good