৩১ মার্চ, ২০২৩
ছবি: ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক রোগী দেখা শুরু
সুনামগঞ্জের ছাতক স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি চিকিৎসকদের বৈকালিক চেম্বার উদ্বোধন করা হয়েছে। সুনামগঞ্জ জেলার মধ্যে একমাত্র ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক চেম্বার উদ্বোধন হওয়ায় স্বাস্থ্যসেবার ক্ষেত্রে আরো এক ধাপ এগিয়েছে ছাতক।
বৃহস্পতিবার ভার্চুয়ালভাবে সারা দেশের ন্যায় ছাতকে বৈকালিক চেম্বারের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড.জাহিদ মালেক।
এ উপলক্ষে ছাতক স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জের সিভিল সার্জন ডাঃ আহম্মদ হোসেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ছাতক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, ডাঃ সাইদুর রহমান, ডাঃ সুয়েব আহমদ, ডাঃ ফাতেমাতুজজহুরা,সিনিয়র সাংবাদিক আব্দুল আলিম,
আনোয়ার হোসেন রনি প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জের সিভিল সার্জন ডাঃ আহম্মদ হোসেন বলেন, সরকারি দায়িত্ব পালন শেষে বিকেল ৩ টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত একজন ডাক্তার বৈকালিক চেম্বারে বসে স্বাস্থ্য সেবা দেবেন।
এ ক্ষেত্রে প্রতি রোগীকে সরকারি নির্ধারিত ২০০ টাকা ফিস দিতে হবে। কনসালটেন্টের ক্ষেত্রে ফিস দিতে হবে ৩০০ টাকা। সরকারি এ হাসপাতালে বৈকালিক চেম্বারে স্বাস্থ্য সেবা গ্রহনের পথ সুগম করায় তিনি সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এদিকে সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব চক্রবর্ত্তী বলেন, ইতিমধ্যে ছাতক হাসপাতাল একটি মডেল হাসপাতালের স্বীকৃতি লাভ করেছে। হাসপাতালের এ গৌরব ধরে রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।তিনি আরও বলেন হাসপাতাল এখন আগের চেয়ে অনেক উন্নত সেবার ব্যবস্থাকরা হয়েছে।
Good news
Good