১১ মার্চ, ২০২৪
ছবি: ছাতক উপজেলা প্রশাসনের সাথে টিসিবি ডিলারদের আলোচনা সভা
সুনামগঞ্জের ছাতক উপজেলা প্রশাসনের সাথে বাংলাদেশ ট্রেড কর্পোরেশন( টিসিবি) ডিলারদের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক -দোয়ারার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তাফা মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিপি বেগম, সহকারী কমিশনার ভূমি ইসলাম উদ্দিন, উপজেলা খাদ্য কর্মকর্তা পিনাক পানি ভট্টাচার্য, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবি পুলিন রায়, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবিব,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে এম মাহবুব রহমান, বিশিষ্ট রাজনীতিবিদ সৈয়দ আহমদ, বি এফ এ শাখা সভাপতি ও টিসিবি ডিলার কদরিছ খান, ইউ পি চেয়ারম্যান বিল্লাল আহমদ, আওলাদ হোসেন, টিসিবি ডিলার আফতাব উদ্দিন, আব্দুস সালাম, আমির আলী, মামুন হোসেন সোহেল, ইমরান হোসেন প্রমূখ।
সভায় পবিত্র রমজান মাসে টিসিবি পণ্য সঠিক ভাবে বিতরণের উপর গুরুত্ব দেওয়া হয় এবং বাজার মনিটরিং করে পণ্য মূল্য স্বাভাবিক রাখতে প্রশাসনকে অবহিত করা হয়। এছাড়া ১৭ ও ২৬ শে মার্চের অনুষ্ঠান গুলি বাস্তবায়নের বিষয়ে প্রস্ততি মূলক আলোচনা হয়।
সাকির আমিন
ছাতক সুনামগঞ্জ
তাং ১১-০৩-২০২৪
Good news
Good