১৭ জানুয়ারী, ২০২৩
ছবি: ছাতক থানায় নতুন ওসি খান মোহাম্মদ মাইনুল জাকিরের যোগদান
সুনামগঞ্জের ছাতক থানায় সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোঃ মাইনুল জাকির (বিপি ৭৭০৪১২১২৭১)পুলিশ পরিদর্শক নিরস্ত্র ছাতক থানায় অফিসার ইনচার্জ(ওসি) হিসেবে যোগদান করেছেন। সোমবার বিকেলে ছাতক থানায় যোগদান করেন তিনি। তাঁর জায়গায় একই থানার পরিদর্শক (তদন্ত) মঈন উদ্দিনকে ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।
ওসি খান মোঃ মাইনুল জাকিরকে প্রথমে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়। পরে সিলেট রেঞ্জের আদেশ নং ৩১/২০২৩ তারিখ ১৫.০১.২৩ খ্রীঃ সুনামগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। ১৬.০১.২৩ খ্রীঃ সুনামগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের স্বারক নং ৬৯/(৩৪) এবং পুলিশ সুপার এহসান শাহ স্বাক্ষরিত ৩ /২৩ আদেশে ছাতক থানার ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করে একই দিনে থানায় যোগদান করেছেন তিনি ।
নতুন ওসি খান মোহাম্মদ মাইনুল জাকির জানান সকল শ্রেনী পেশার লোকজনের সহযোগীতায় আমি যেন ছাতক থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভাল রাখতে পারি এই প্রত্যাশা সকলের কাছে।
Good news
Good